চরম রহস্য! শপথের দিনই উধাও ঘাসফুলের তিন হেভিওয়েট প্রার্থী

সাংসদ হিসেবে শপথ নেওয়ার দিনই উধাও হয়ে গেল লোকসভা ভোটে জয়ী তৃণমূলের তিন প্রার্থী। মঙ্গলবার নতুন সাংসদ ভবনে বাংলার জয়ী সমস্ত সাংসদরা এইদিন শপথ নিলেও…

mamata banerjee

short-samachar

সাংসদ হিসেবে শপথ নেওয়ার দিনই উধাও হয়ে গেল লোকসভা ভোটে জয়ী তৃণমূলের তিন প্রার্থী। মঙ্গলবার নতুন সাংসদ ভবনে বাংলার জয়ী সমস্ত সাংসদরা এইদিন শপথ নিলেও দেখা মিলল না তৃণমূলের তিন জয়ী প্রার্থী। শুধু প্রার্থী বলা ভুল, বলা ভাল হেভিওয়েট প্রার্থী। প্রশ্ন উঠেছে তাঁরা গেলেন কোথায়? এই বিষয়েই দানা বেঁধেছে রহস্য।

   

সূত্র মারফৎ জানা গিয়েছে, মঙ্গলবার শপথ নিলেন তৃণমূলের ২৬ জন জয়ী প্রার্থী। শপথ নেননি তৃণমূলের তিন সাংসদ। সেই তালিকায় রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজি নুরুল ইসলাম, ঘাটালের দীপক অধিকারী (দেব) এবং আসানসোল লোকসভার শত্রুঘ্ন সিনহা। তাঁরা গেলেন কোথায়? একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে দেব সিনেমার কাজে ব্যস্ত থাকায় মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেননি। আগে থেকেই ঠিক ছিল, অভিনেতা-সাংসদ দেব বুধবার শপথ নেবেন। অন্যদিকে ভোটের পরেই ফের অসুস্থ হয়ে পড়েছেন বসিরহাটের জয়ী প্রার্থী হাজি নুরুল ইসলাম। আর নিজের মেয়ের বিয়ের জন্য এইদিন সংসদ ভবনে আসেননি শত্রুঘ্ন সিনহা।

চটের বস্তায় চেপে ঘুরে বেড়াতে চাইছেন অর্জুন

তবে এইদিন তৃতীয় বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি তৃতীয় বার সাংসদ হিসাবে শপথ নিলেন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী মালা রায় এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন। শপথবাক্য পাঠের পর মন্ত্রপাঠ করেন তিনি। বধর্মান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ সাংসদ হিসাবে শপথ নিলেন।

মমতার মানভঞ্জনে মরিয়া রাহুল! লোকসভায় অভিষেকের সঙ্গে কথা

তৃণমূল-বিজেপি দুই দলের অধিকাংশ সাংসদই বাংলা ভাষায় শপথবাক্য পাঠ করেন। ব্যতিক্রম ছিলেন কয়েকজন। কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান হিন্দি ভাষায় শপথ নেন। ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন সৌগত রায়, জুন মালিয়া, প্রতিমা মণ্ডলরা। শপথ শেষে আবার তৃণমূলের প্রায় সকলেই জয় বাংলা স্লোগান দেন। সবমিলিয়ে এদিন জমজমাট ছিল বাংলার সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান।