Loksabha election 2024: হাইভোল্টেজ ব্যারাকপুরে স্পর্শকাতর বুথের সংখ্যা হাজাররের বেশী!

রাত পোহালেই লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। সেই ভোটের উত্তাপে পারদ চড়তে শুরু করেছে ধীরে ধীরে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে ব্যারাকপুরের জন্য মোট পাঁচটি…

Voter List

রাত পোহালেই লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। সেই ভোটের উত্তাপে পারদ চড়তে শুরু করেছে ধীরে ধীরে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে ব্যারাকপুরের জন্য মোট পাঁচটি ডিসিআরসি করা হয়েছে । সকাল থেকেই ভোট কর্মীরা তাঁদের নিজেদের যাবতীয় সরঞ্জাম বুঝে রওনা দিচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রের দিকে। শুধু ভোট কর্মীরাই নন ! পুলিশ প্রশাসনেও চূড়ান্ত ব‍্যস্ততা। তবে গতবারের নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে বারবার উত্তপ্ত হয়ে হয়েছিল ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এইবার আর কোনও ভুল করতে চাইছে না নির্বাচন কমিশন।

নির্বাচন সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটে সবমিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ১৪ । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ ২ হাজার ৯২৩ জন। এর মধ্যে মহিলা ভোটার ৭লক্ষ ৩৫ হাজার ৯২১ জন। পুরুষ ভোটার৭ লক্ষ ৬৬ হাজার ৯৫৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৬জন । মোট ভোটগ্রহণ কেন্দ্র ১ হাজার ৫৯১টি। এর মধ্যে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র ১হাজার ৬৯টি । অর্থাৎ প্রায় ৮০% বেশী বুথই স্পর্শকাতর।

   

এখানেই শেষ নয়, আরও জানা গিয়েছে যে মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে ৫৬ কোম্পানি । এছাড়াও রাজ‍্য পুলিশের ২ হাজার ৯০৮ জন কর্মীও থাকবেন ভোটের নিরাপত্তার দায়িত্বে ।এদিকে, নজরকাড়া কেন্দ্র হওয়ায় নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিশেষ নজর থাকছে ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কুইক রেসপন্স টিমও মোতায়েন থাকবে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে । আপাতত এলাকা শান্ত থাকলেও বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গিয়েছে।