উত্তাল ওপার, এপারের ভারত সীমান্তে কড়া নজরদারি, জারি হাই অ্যালার্ট

শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরেই ভারত বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিএসএফের ডিজি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। তিনি…

The image shows a group of Border Security Force (BSF) personnel standing in formation on a parade ground. They are dressed in khaki uniforms and distinctive headgear, with some holding rifles. The background features lush greenery and a clear blue sky.

শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরেই ভারত বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিএসএফের ডিজি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। তিনি সমস্ত পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কম্যান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ বাড়বে, জঙ্গি কার্যকলাপ বাড়বে, এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিএসএফের তরফে। সেনা টহল বাড়ানো হচ্ছে সীমান্তগুলিতে।

ভেদ পানামা-রহস্য! রাতেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে জরুরি শুনানি

   

কোচবিহারের বাংলাদেশ সীমান্ত সিল করা হয়েছে। শুধু তাই নয় পেট্রোপোল সীমান্তে ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনীর গোপন বৈঠক শুরু হয়েছে। ফুলবাড়ি, হিলি, চ্যাংড়াবান্ধা সীমান্তে জারি হয়েছে কড়া নিরাপত্তা। মেহেদিপুরে সীমান্তে জারি কড়া সতর্কতা। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে কালো ধোঁয়া দেখা গিয়েছে, তারপর থেকেই সীমান্ত বাহিনীর টহল শুরু করেছে। সুন্দরবন সীমান্তে বিএসএফের ডিজি স্বয়ং পরিস্থিতি খতিয়ে দেখছেন। আরও জানা গিয়েছে যে, আপাতত ভারত বাংলাদেশ সীমান্তে সমস্ত আমদানি রফাতানি বন্ধ রাখা হয়েছে। গেদে দিয়ে বাংলাদেশে দিকে কোনও ট্রেন যাবে না।

দেশ থেকে বিতাড়িত! বিশেষ বিমানে ভারতের পৌঁছলেন হাসিনা

শেখ হাসিনা দেশ ছাড়ার পরই সাংবাদিক বৈঠক করলেন বাংলাদেশের সেনা প্রধান। জেনারেল ওয়াকার-উজ-জামান আন্দোলনকারীদের শান্ত তাকার আর্জি জানিয়েছেন। ঘোষণা করেছেন, এখন বাংলাদেশ পরিচালনা করবে অন্তবর্তীকালীন সরকার। বিএনপি, জাতীয় পার্টি, জামাতের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই গঠন করা হবে এই অন্তবর্তীকালীন সরকার। আর কিছুক্ষণের মধ্যেই এ নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

‘কোচিং সেন্টারগুলো যেন ডেথ চেম্বার’, দিল্লির বেসমেন্ট কাণ্ডে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

জাতির উদ্দেশে ভাষণের আগে বাংলাদেশের বিশিষ্টজন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকেও।আজ দুপুরেই বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত আগরতলায় আসছেন তিনি। এখান থেকে দিল্লি যেতে পারেন তিনি। সেখান থেকে লন্ডনে যেতে পারেন হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তাঁর বোন রেহানাও রয়েছেন।