Weather: হাওয়া মোরগ যা বলে সেটাই মিলে যায়। সাত সকালে সেই মোরগের কোঁকর কোঁ ধ্বনি। তাতেই এলো রাজ্যে শীত আপডেট। কী বলছে হাওয়া অফিসের হাওয়া মোরগ?
আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার হেরফের হবে না। আপাতত যেমন ঠান্ডা আছে, সেরকমই ঠান্ডা থাকবে। আপাতত শীত বাড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না ওই আটটি জেলায়।
তবে বুধবার রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে এই সপ্তাহে কি কোনও জেলায় বৃষ্টি হবে? সপ্তাহের তৃতীয় কর্মদিবসে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া – কোথাও বৃষ্টি হবে না।
আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।