আগুন দাম সবজির, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁকুড়গাছির ভিআইপি বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্স

কলকাতাঃ সবজি কিনতে মাথায় হাত সাধারণ মধ্যবিত্তের। সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। খুব সমস্যায় পরতে হচ্ছে তাদের। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার নবান্নে…

market

কলকাতাঃ সবজি কিনতে মাথায় হাত সাধারণ মধ্যবিত্তের। সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। খুব সমস্যায় পরতে হচ্ছে তাদের। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার নবান্নে বৈঠক করেন। বৈঠক করে তিনি জানান ১০ দিনের মধ্যে আনাজপাতির দাম কমাতে হবে। এর পরেই বুধবার সকালেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতায় বাজার পরিদর্শনে (Market Price) নামল টাস্ক ফোর্স। প্রথমেই তারা কাঁকুড়গাছির ভিআইপি বাজার (Market Price) ঘুরে দেখলেন সাথে উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।

এর পাশাপাশি আজ বুধবার থেকেই কলকাতা ও আশেপাশের বাজারগুলিতেও (Market Price) নজরদারি চালায় তারা। বাজারে গিয়ে জানতে চান কোন সবজির কত দাম যাচ্ছে? কতটা বেশি বাজারে দাম (Market Price) রয়েছে? সেই তথ্য নেন কমিটির লোকজন। ক্রেতা, বিক্রেতাদের সঙ্গেও টাস্ক ফোর্সের সদস্যরা কথা বলেন। আগামী দিনে আরও বেশ কিছু জায়গায়, বাজার পরিদর্শন (Market Price) হবে। এ কথা মনে করা হচ্ছে। দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার, শিয়ালদহ কোলে মার্কেট, মানিকতলা বাজারে টাস্ক ফোর্স পৌঁছে যেতে পারে আগামী দিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমজনতার নাগালের মধ্যে সবজির দাম নিয়ে আসতে হবে।

   

আলু ৪০, বেগুন ১৫০, রসুন ৩০০ – মধ্যবিত্তের হেঁশেলে আগুন

ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবার মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ৩৫ টাকা কেজি পেরিয়ে গিয়েছে আবার আলুর দাম। আলু ও পেঁয়াজের দাম এত বেশি হওয়ার কারণ কি? নাসিক থেকে কেন পেঁয়াজ আনা হচ্ছে? বাংলার পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না কেন? পরিস্থিত লাগামছাড়া হলে রাশ টানতে হবে। তা না হলে সমস্যায় পরতে হবে আপনাদেরও।