আলুর দাম হাফ সেঞ্চুরি পার! মধ্যবিত্তের মাথায় হাত

মোদী সরকারের তৃতীয় বাজেট পেশের দিনই মধ্যবিত্তের মাথায় বাজ। এক কেজি আলুর (Potato Price Hike) বস্তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০টাকায়। মঙ্গলবার থেকে বাজারে গিয়ে…

Close-up photo of a single potato, with a rough, brown skin and a few small eyes, on a plain background

মোদী সরকারের তৃতীয় বাজেট পেশের দিনই মধ্যবিত্তের মাথায় বাজ। এক কেজি আলুর (Potato Price Hike) বস্তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০টাকায়। মঙ্গলবার থেকে বাজারে গিয়ে পকেট পুড়ছে মধ্যবিত্তের। সোমবার থেকেই কর্মবিরতি ডেকেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দ্বিতীয় দিন। এখনও পর্যন্ত সমাধান সূত্র বেরোয়নি। রাজ্য সরকারের সঙ্গে এদিনই বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। সেখানে কিছুটা আশার আলো দেখার সম্ভাবনা রয়েছে।

রাজ্যে প্রথম ডেঙ্গু আক্রান্তের মৃত্যু! সতর্ক হতে পরামর্শ চিকিৎসকদের

   

সোমবার সিঙ্গুর থেকে দিনে পাঁচশো বস্তা আলু বের হয়। এক বস্তায় থাকে ৫০ কিলো আলু। সোমবার সিঙ্গুর ও হরিপাল থেকে ২০ হাজার মেট্রিক টন আলু বেরিয়েছে। সেই আলুই এখন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার থেকে তাঁরাও কর্মবিরতিতে সামিল। ফলে বাজারের চক্র অনুযায়ী, জোগান কম, চাহিদা বেশি, অতঃপর চড়া দাম। সোমবারও কলকাতার বাজারগুলোতে জ্যোতি আলুর দাম ৩৪ থেকে ৩৫ টাকা চন্দ্রমুখী ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মঙ্গলবার তা প্রতি ক্ষেত্রেই কিলো দরে অনেকটাই বেড়েছে। ৪৫ থেকে ৫০ টাকা কিলো দরে আলু বিকোচ্ছে।

মধ্যবিত্তের ঘাড়ে কোপ! মঙ্গলবার থেকে পকেট পুড়তে পারে আলুর দামে

ইতিমধ্যেই আলুর দাম বস্তা (৫০কিলো) পিছু গড়ে ১৫০-২০০ টাকা বেড়ে গিয়েছে । এক বস্তা আলুর দাম ১২৫০ থেকে ১৩০০ টাকা। সঙ্গে জমি থেকে আলু হিমঘর ও হিমঘর থেকে মার্কেটে নিয়ে যাওয়ার খরচ বাবদ ৪৫০ টাকা অতিরিক্ত। উল্লেখ্য, এই ৪৫০ টাকা ধ্রুব থাকে। অর্থাৎ এক বস্তা আলুর দাম যদি ২০০ টাকাও হয়, তাহলে তার সঙ্গে ৪৫০ টাকা খরচ হবে বাজার পর্যন্ত সেই আলু পৌঁছতে। ফলে এক বস্তা আলুর দাম এখন ১৭০০ টাকার বেশি। কিন্তু তারপরেও পর্যাপ্ত আলো মিলছে না বলে দাবি পাইকারি ক্রেতাদের। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীদের অভিযোগ, ভিন রাজ্য আলু যাতে না যায়, তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশি জুলুমবাজি চলে।সরকার আলু ব্যবসায়ীদের জন্য কোনও সদর্থক পদক্ষেপ করছে না। এরই প্রতিবাদে ধর্মঘটে সামিল হয়েছেন আলু ব্যবসায়ীরা।