SSC: ‘নির্লজ্জ কমিশন একটা নিয়োগ করতে পারে না’

নিয়োগ দুর্নীতির (SSC Scam) জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ধস্তাধস্তি। সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের সামলে আন্দোলন হটিয়ে দিল পুলিশ। চাকরি প্রার্থীরা বললেন, কমিশন একটা নিয়োগ করতে পারে  না।

Hunger Strike at Madhyamik Shiksha Parishad Office: One Group C Jobless Employee Falls Ill

নিয়োগ দুর্নীতির (SSC Scam) জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ধস্তাধস্তি। সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের সামলে আন্দোলন হটিয়ে দিল পুলিশ। চাকরি প্রার্থীরা বললেন, কমিশন একটা নিয়োগ করতে পারে  না।

দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে সল্টলেক সরগরম। বিশাল পুলিশ নামিয়ে বিক্ষোভ মিছিল আটকে দেওয়া হয়। বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উপরে দেন। নিয়োগ দুর্নীতিতে সরকার জড়িত বলে অভিযোগ করেন।

   

বিক্ষোভকারী বলেন, ন’বছর ধরে আমরা বঞ্চিত। কমিশনের লাগাতার ভুল ভ্রান্তির কারণে আমাদের এই অবস্থা। ওরা অন্যায় করছে। আমরা দু’বার ইন্টারভিউ দিয়েছি।

এই ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। চ্যাঙদোলা করে পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। একটি ছায়া বসানো হয় তাঁকে।

Advertisements