বৃষ্টির (rain) হলুদ সতর্কতা জারি রাজ্যে। বেশকিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টিপৈতৃক। আসছে দমকা জোলো হাওয়া। দাবদাহ শেষ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
বিকেলে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বিকেলের দিকে এই কালবৈশাখীর ফলে স্বস্তি মিলবে শহরবাসীর। আগামী দু-তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় আর্দ্রতার অস্বস্তি থাকবে। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা আছে।
মৌসম ভবন জানিয়েছে এই বছর বর্ষা ঢুকতে দেরি হবে, দক্ষিণ- পশ্চিম দিক থেকে কেরলে বৃষ্টি ঢুকতেও সময় লাগবে। ফলে রাজ্যেও বর্ষার আগমন বিলম্বিত। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এই বছর এল নিনোর ফলে পূর্ব এবং প্রশান্ত মহাসাগর উষ্ণ হয়ে উঠে। তাই বর্ষার দ্বিতীয়ার্ধে এল নিনোর কিছুটা প্রভাব থাকতে পারে।