high court: কসবা কাণ্ডে পুলিশ কমিশনারকে নজরদারির নির্দেশ হাই কোর্টের

কসবার ছাত্রের মৃত্যু মামলায় এবার কড়া নির্দেশ হাইকোর্টের। পুলিশ কমিশনারকে তদন্তে নজরদারি করতে হবে। সিসিটিভি ডিভাইস ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করার নির্দেশ। ময়না তদন্তের কপি দিতে…

Hearing of RG Kar Case at Calcutta High Court Following State Government and CBI’s Plea

কসবার ছাত্রের মৃত্যু মামলায় এবার কড়া নির্দেশ হাইকোর্টের। পুলিশ কমিশনারকে তদন্তে নজরদারি করতে হবে। সিসিটিভি ডিভাইস ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করার নির্দেশ। ময়না তদন্তের কপি দিতে হবে পরিবারকে। এমনই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এর পাশাপাশি ছয় অক্টোবর শুনানির আগে আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে পাল্টা পড়ুয়াকে দোষারোপের চেষ্টা করেন স্কুলের পক্ষের আইনজীবী। তার বক্তব্য, প্রজেক্ট রিপোর্ট নিয়ে ক্লাস টিচারের সঙ্গে খারাপ আচরণ করে মৃত পড়ুয়া। সিসিটিভি ফুটেজে সবটাই ধরা আছে দাবি আইনজীবীর। এরপরে পাঁচতলা থেকে ঝাঁপ দেয় এই ছাত্র, দাবি স্কুলের পক্ষের আইনজীবীর।

কসবায় ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। কসবার একটি স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ক্লাস টেনের এক ছাত্রের। পরিবারের অভিযোগ, স্কুলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের ছেলেকে। ঘটনাটি ঘটেছে কসবার রথতলার সিলভার পয়েন্ট স্কুলে। স্কুলের ৫ তলা থেকে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্র। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ছাত্রের বাবার অভিযোগ, তাঁর উপর আগে থেকেই অন্য কারণে ক্ষোভ ছিল স্কুল কর্তৃপক্ষের।