RG Kar Case: পিছিয়ে গেল আরজি কর কাণ্ডের শুনানি

সুপ্রিম কোর্টের আগের শুনানিতে বলা হয়েছিল আগামী ২৭ সেপ্টেম্বর এই কাণ্ডের শুনানি হবে। কিন্তু এই মুহূর্তের বড় খবর ২৭ তারিখ হবে না আরজি কর কাণ্ডের…

supreme RG Kar Case: পিছিয়ে গেল আরজি কর কাণ্ডের শুনানি

সুপ্রিম কোর্টের আগের শুনানিতে বলা হয়েছিল আগামী ২৭ সেপ্টেম্বর এই কাণ্ডের শুনানি হবে। কিন্তু এই মুহূর্তের বড় খবর ২৭ তারিখ হবে না আরজি কর কাণ্ডের শুনানি। তার পরিবর্তে ৩০ সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি। প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিজিটি ডাক্তার ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলার শেষ শুনানি হয়েছিল ১৭ সেপ্টেম্বর। এই শুনানি হবার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু তা পিছিয়ে যায়। এবারেও সেই একই চিত্র ধরা পড়লো। ২৭ সেপ্টেম্বরের বদলে এবার ৩০ সেপ্টেম্বর হবে শুনানি।

   

আগের শুনানিতে লাইভ স্ট্রিমিং বন্ধ করার পক্ষে কথা বলেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেছিলেন, “মহিলা আইনজীবীদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তাদের অ্যাসিড ছুঁড়ে মারার মত হুমকিও দেওয়া হচ্ছে।” এর উত্তরে প্রধান বিচারপতি জানান, “এই মামলার দিকে দেশের সকল মানুষ তাকিয়ে আছে। লাইভ স্ট্রিমিং কোনও মতেই বন্ধ করা যাবে না।”

অন্যদিকে দু’দিন আগেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল। সেখানে বিদেশী একটি ক্রিপ্টোকারেন্সি চ্যানেলের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। শোনা গেছে, সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল থেকে নাকি আরজি কর মামলার শুনানির ভিডিও ডিলিট হয়ে গেছে। এইসব টানাপোড়েনের মাঝেই পরপর দুইবার সুপ্রিম কোর্টের শুনানির দিন নির্ধারিত হয়ে পিছিয়ে যাবার বিষয়টা অনেকের মনে প্রশ্নের সৃষ্টি করছে।