Brigade Rally: জনপ্লাবনে বাম যুব ব্রিগেডের কাছে হারল গীতাপাঠ সমাবেশ

ব্রিগেডে CPIM এর যুব সংগঠনের সমাবেশ। তাতেই বিশাল ময়দানে কত লক্ষ জমায়েত তা নিয়ে চলছে চর্চা। পাশাপাশি উঠে আসছে অতি সম্প্পতি ব্রিগেডে বিজেপির সাহায্যে হয়ে…

ব্রিগেডে CPIM এর যুব সংগঠনের সমাবেশ। তাতেই বিশাল ময়দানে কত লক্ষ জমায়েত তা নিয়ে চলছে চর্চা। পাশাপাশি উঠে আসছে অতি সম্প্পতি ব্রিগেডে বিজেপির সাহায্যে হয়ে যাওয়া গীতাপাঠ সামবেশ। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতো বাম শক্তির ব্রিগেড সমাবেশ (Brigade Rally)  ভিড়ে ঠাসা। গোহারা হেরেছে গীতাপাঠ সমাবেশ। বিশ্লেষকরা বলছেন বিজেপি নেতৃত্ব সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছিল লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ। তবে মেরে কেটে হাজার দশকেও হয়নি জমায়েত।

Advertisements

বড়দিনের আগে ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, গীতাপাঠের এই অনুষ্ঠান সফল। তবে উপস্থিতির হার নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃ়নমূল ও সিপিআইএম। বাম শিবিরের দাবি ছিল, কর্ম সংস্থানের দাবিতে যে ব্রিগেড সমাবেশ হবে ৭ জানুয়ারি তা নজির গড়বে। রবিবার সেই ভিড় লক্ষ্য করা গেল। ব্রিগেড কানায় কানায় পূর্ণ।

বিজ্ঞাপন

গত বিধানসভায় শূন্য হওয়ার পরে হারানো জমি কি কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পারবে সিপিআইএম? ব্রিগেড সমাবেশের জনসংখ্যা দেখে চলছে চর্চা।‌ রাজ্য জুড়ে পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা শেষে রবিবার ব্রিগেড সমাবেশ। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র মুর্শিদাবাদ থেকেই ৫০ হাজার মানুষ এসেছেন।নভেম্বরের তিন তারিখ থেকে কোচবিহারে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল। তাতে ডিওয়াইএফআই চাকরি, শিল্প, সামাজিক সুরক্ষার দাবি জানিয়েছে। ২২ ডিসেম্বর ওই যাত্রা শেষ হয়েছে।