TET Scam: পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে টাকা না দিলে চাকরি মেলে না: বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া এক ব্যক্তির নিয়োগের চারমাস পর চাকরি বাতিল করেছিল (TET Scam) মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। মিরাজ শেখ নামের ওই ব্যক্তি…

Justice Abhijit Gangopadhyay

short-samachar

প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া এক ব্যক্তির নিয়োগের চারমাস পর চাকরি বাতিল করেছিল (TET Scam) মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। মিরাজ শেখ নামের ওই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে মিরাজকে চাকরি ফিরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,মানিক ভট্টাচার্যকে টাকা দেননি। তাই হয়ত মামলাকারীর চাকরি বাতিল হয়েছে।

   

বিচারপতির এমন মন্তব্যে শোরগোল পড়ে যায়। কারণ, তিনি সরাসরি টাকা নিয়ে চাকরির বিষয়ে সরব হয়েছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে, যেখানে টাকা না দিলে চাকরি মেলে না।

২০২১ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের মিরাজ শেখ। কিন্তু চার মাসের মাথায় চাকরি চলে যায় তাঁর।

নিয়মানুসারে সংরক্ষণ পদের জন্য স্নাতকস্তরে প্রয়োজন হয় ৪৫ শতাংশ। এদিকে মামলাকারী মিরাজ শেখের স্নাতক স্তরে প্রাপ্ত নম্বর ৪৬ শতাংশ। সেটাকে দেখেই মিরাজের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধেই ভরা এজলাসে ক্ষোভ উগরে দিলেন বিচারপতি।