Tet Scam: ‘চাকরি না দিলে সরকার পড়ে যাবে’ আসছে হুঁশিয়ারি

সল্টলেকে অনশন বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা৷ অন্ন, জল কিছুই নামেনি গলা দিয়ে। যার জেরে অচল হয়ে পড়ছে শরীর৷ তবুও আন্দোলনে অনড় ২০১৪ সালের টেট…

সল্টলেকে অনশন বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা৷ অন্ন, জল কিছুই নামেনি গলা দিয়ে। যার জেরে অচল হয়ে পড়ছে শরীর৷ তবুও আন্দোলনে অনড় ২০১৪ সালের টেট পাশ(TET SCAM) নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবারও জারি রয়েছে আমরণ অনশন৷ শরীরের ওপর সাদা কাপড় জড়িয়ে নিজেরাই বলছেন জীবন্ত লাশ৷ তাঁরা দিচ্ছেন মমতার সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি।

Advertisements

গত সোমবার থেকে দীর্ঘ আন্দোলনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। যোগ্যদের নিয়োগ না হওয়া অবধি বিক্ষোভ জারি রাখার প্রতিজ্ঞা নিয়েছেন চাকরি প্রার্থীরা। বিজেপির তরফে বায়োটয়লেটের কথা বলা হলেও পুলিশ তা বসাতে দেয়নি। যা নিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছু সময় ধরে বচসা চলে৷ 

   

চাকরি প্রার্থীদের বক্তব্য, দীর্ঘ চার দিনের পরেও নমনীয় হচ্ছে না সরকার৷ তাদের বক্তব্য, সরকার অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে যদি তাহলে এক্ষেত্রে কেন নিচ্ছে না৷ তাদের কথায়, এমনিতেই মরতে হবে৷ মরতে হলে এখানেই মরব৷ তবে যোগ্য নিয়োগ দাবি অর্জন না হওয়া অবধি আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে সরকার অচল করতে রাজি। 

যদিও এবিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, পদ্ধতি মেনে আবেদন করতে হবে। ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়। আমার আমলে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখে ইন্টারভিউতে ডাকা হবে।

তিনি আরও বলেন, ২ বার ইন্টারভিউ দেওয়ার পর সবাই কী অবৈধভাবে নিয়োগ পেয়েছে। অনিয়ম প্রমাণিত হলে আদালত ব্যবস্থা নেবে। যদি মনে করেন বঞ্চিত হচ্ছেন তাহলে আদালতে যান। অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিয়ে আন্দোলন চলছে। অভিযোগ করছে বেআইনি নিয়োগ হয়েছে, তাহলে কীভাবে বেআইনিভাবে আন্দোলনকারীদের নিয়োগ? ২ বার ইন্টারভিউয়ে গিয়েছিলেন, তখন কি এই প্রশ্ন তুলেছিলেন? প্রশ্ন পর্ষদ সভাপতির।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, আমরা অবিচার করছি মনে হলে রাস্তায় না বসে আদালতে যান।একইসঙ্গে শিক্ষামন্ত্রীর অভিযোগ, নিয়োগ প্রক্রিয়াকে ভেস্তে দিতেই এমন অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক মদত রয়েছে। নিয়োগের ক্ষেত্রে কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। নিয়োগে পর্ষদ শেষ কথা, প্সষ্ট জানিয়েছেন তিনি। নিয়োগের ব্যাপারে দফতরের কোনও সম্পর্ক নেই।