TET Scam: ইডি নাকি খুঁজেই পায়নি! বিধানসভায় ঘুরছেন মানিক

তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ‘পলাতক’! তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য সব বিমানবন্দর ও সীমান্তে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশ-লুকআউট…

Manik Bhattacharya

তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ‘পলাতক’! তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য সব বিমানবন্দর ও সীমান্তে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশ-লুকআউট (Lookout Notice নোটিশ। টেট কেলেঙ্কারির (TET Scam)  মামলায় নাকাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি এখনও অধরা। তিনিই আবার বিধানসভায় ঘুরছেন। কিন্তু ইডি পাচ্ছেনা খুঁজে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্য। কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে অনিয়মের অভিযোগ পেতেই তাঁকে বরখাস্ত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে একাধিক বার তাঁকে তলব করে ইডি ও সিবিআই।

মঙ্গলবার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য বিধানসভার দুটি কমিটির বৈঠকে যোগ দেন। পরে উপমুখ্যসচেতকের অফিসে কিছু ক্ষণ ছিলেন। সেখান থেকে বেরিয়ে যান।

Advertisements

উল্লেখ্য, উচ্চ শিক্ষা সংক্রান্ত যে কমিটি রয়েছে, সেই কমিটির অন্যতম সদস্য মানিক ভট্টাচার্য। এদিন সেই বৈঠকেই যোগ দিতে উপস্থিত হন তিনি সাংবাদিকরা প্রশ্ন করলেও কোনও উত্তর দেননি।

২০১১ সাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। ২০২১ সালে তৃণমূলের টিকিটে নদীয়ার নাকাশিপাড়া থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেন। কিন্তু পাহাড় প্রমাণ নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে।