নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, লাঠিচার্জ-এফআইআরের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ‘আগ্রাসী ভূমিকা’ ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে…

Jobless Teachers Served Police Notices Can Move Calcutta High Court for Cancellation

নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ‘আগ্রাসী ভূমিকা’ ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar) মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। পাশাপাশি, বেশ কয়েকজন আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।

এই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে মামলা করার অনুমতি চেয়ে আবেদন জানান আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত সেই অনুমতি দেন। আগামীকাল মামলাটি তাঁর এজলাসে শুনানি হবে।

   

সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযানের অনুমতি থাকলেও গত সপ্তাহে ধর্মতলা চত্বরে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ চালায়। ওই মিছিলে অংশ নিয়েছিলেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা-মা। তাঁদের উপর ‘অনভিপ্রেত’ হামলার অভিযোগ ইতিমধ্যেই সরগরম করেছে রাজ্যের রাজনৈতিক মহল। পুলিশের অভিযানে বেশ কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে ছিলেন নিহত চিকিৎসকের পরিবারও। পরে কলকাতা পুলিশ বিক্ষোভকারীদের একটি অংশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে।

Advertisements

ময়ুখ মুখোপাধ্যায়ের দাবি, কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছিল, কিন্তু পুলিশ নিজেই সেই নির্দেশ লঙ্ঘন করেছে এবং নিরীহ আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা করেছে।

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে—আন্দোলনকারীরাই আদালতের নির্দেশ ভঙ্গ করে পুলিশের উপর আক্রমণ চালিয়েছেন। এই দাবি সমর্থনে সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিও ফুটেজও প্রকাশ করেছে পুলিশ।