High Court: বার অ্যাসোসিয়েশনের বৈঠকে ধুন্ধুমার, উত্তপ্ত হাইকোর্ট

এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট চত্ত্বর। সরকার বিরোধী ঘন ঘন রায় দান অব্যাহত রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই ঘটনার প্রতিবাদে সামিল হলেন…

short-samachar

এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট চত্ত্বর। সরকার বিরোধী ঘন ঘন রায় দান অব্যাহত রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই ঘটনার প্রতিবাদে সামিল হলেন তৃণমূল সমর্থিত আইনজীবীরা।

   

 

এজলাস বয়কটের প্রস্তাব দিয়েছেন আইনজীবীরা। সেই অনুযায়ী বসেছিল বার অ্যাসোসিয়েশনের বৈঠক, কিন্তু সেই বৈঠকে ধুন্ধুমার হয় বলে খবর। প্রস্তাব সমর্থনে কোনও প্রস্তাব পাস হয় না। বাধা দেয় কংগ্রেস ও বিজেপি সমর্থিত আইনজীবীরা। যদিও তৃণমূল সমর্থিত আইনজীবীদের দাবি বয়কট নয়, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধনই বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল।

এদিকে পাল্টা দাবি নিয়ে দুই আইনজীবী গোষ্ঠীর মধ্যে প্রায় ধাক্কাধাক্কি বেঁধে যায় বলে খবর। বারের বৈঠকে শেষে হাইকোর্টের গেটের বাইরেও বাকবিতন্ডা।

এদিকে এজলাস বয়কট নিয়ে আইনজীবীদের মধ্যে বিরোধ বেঁধে যাওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবী সংগঠন। অন্যদিকে বিজেপি কংগ্রেস বামেদের মধ্যে বিরোধ বেঁধেছে বলে খবর।