বিশেষ হেলথ ক্যাম্পের আগে RG Kar-এ চালু টেলি মেডিসিন পরিষেবা

৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর (RG Kar) মামলার পরবর্তী শুনানি। তবে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বিচারের দাবিতে আরজি কর মেডিকেল কলেজ…

bomb scared at rg kar protest at the hospital location bomb squared

৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর (RG Kar) মামলার পরবর্তী শুনানি। তবে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বিচারের দাবিতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি চালিয়ে সেখানেই ধর্ণাতে বসেছিলেন সেখানকার চিকিৎসকরা। কিন্তু এবার টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছে তাঁরা। আরজি করে ধর্ণা চালানোর পাশাপাশি রাস্তায় নেমে মিছিল করে বিচারের দাবিতে এই নৃশংস ঘটনার প্রতিবাদও জানাতে দেখা গেছে তাঁদের।

তবে সুপ্রিম কোর্ট ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরও তাঁরা কাজে ফেরেননি। তবে এবার কিছুটা হলেও সুর নরম করেছে সেখানকার চিকিৎসকরা। এই ঘটনার পরে হাসপাতালের ওপিডি এবং জরিুরি পরিষেবা চালু থাকলেও জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেননি। তবে গতকাল অর্থাৎ শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল যে তাঁরা শনিবার (৩১ অগাস্ট) থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছেন।

এই কথা মূলত জানিয়েছিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আজ সকাল ১০ টা থেকে এই পরিষেবা শুরু হয়েছে। শনিবার থেকে ৪ ঘণ্টার জন্য টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। রোজ সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবার জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। রোগীর পরিবার চাইলে যোগাযোগ করতে পারেন ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ নম্বরগুলোতে।

Advertisements

এছাড়াও রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে আয়োজন করা হবে হেলথ ক্যাম্প। যার নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্লিনিক’৷ প্রসঙ্গত, আগামী ২ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। মূলত, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানে যাবেন তাঁরা।

আবার আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদে সামিল হবেন তাঁরা।