Tuesday, October 14, 2025
HomeEntertainmentবন্দুক নিয়ে ছুটছেন রুক্মিণী, ধরা দেবেন দেব?

বন্দুক নিয়ে ছুটছেন রুক্মিণী, ধরা দেবেন দেব?

এবার পুজোর বড় চমক। আজ লঞ্চ হল টেক্কার টিজার (Tekka Teaser)। সম্প্রতি দেবের (Dev) দেখা মিলেছে বন্দুক হাতে। শ্যামল বর্ণ, মুখ-ভর্তি দাড়ি, চোখে আর্তি, একটি বাচ্চাকে কাঁধে নিয়ে ছুটছে। তাঁকে ধরতে একেবারে টম-বয় লুকে হাজির রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই টিজারে দেখা মিলেছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়েরও (Swastika Mukherjee)।

- Advertisement -

সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়ার (Social Media) পাতায় এই টিজার শেয়ার করেছেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখা রয়েছে, “বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি..” দেবের মুখে সংলাপ শোনা গেছে, “এই দেশে সবথেকে বড় অপরাধ জানেন কী ম্যাডাম? গরীব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনওদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।”

- Advertisement -

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স (DEV) নিবেদিত এবং সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত এই সিনেমা রিলিজ হবে ৮ অক্টোবর। বেশ কিছুদিন আগেই রুক্মিণী মৈত্রের ‘রাফ-টাফ’ লুক প্রকাশ্যে এসেছিল। ইন্সপেক্টর মায়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রোমাঞ্চে ভরপুর এই সিনেমা নিয়ে সিনেমাপ্রেমীদের উৎসাহ কতটা তা এখনও বোঝা যাচ্ছে না। শহরের যখন মন ভালো নেই (RG Kar) তখন পুজোর সময় কতটা প্রভাব ফেলতে পারবে এই সিনেমা, তা কিন্তু কপালে ভাঁজ ফেলছে সিনেমা নির্মাতাদের।

এই ছবিতে সুর যোগ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy) এবং রণজয় ভট্টাচার্য্য (Ranajoy Bhattacharya)। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে সৃজা দত্তরও (Sreeja Dutta)। আজ শহরের এক পাঁচতারা মলে এই ছবির টিজার লঞ্চের অনুষ্ঠান রয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন এই সিনেমার সকল কলাকুশলীরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ