ওভারহেড তার ছিঁড়ে স্তব্ধ ট্রেন চলাচল

কালবৈশাখীর জেরে থমকে ট্রেন পরিষেবা। মঙ্গলবার বিকালের কালবৈশাখী ঝড় কার্যত বিপর্যস্ত গোটা রাজ্য। কোথাও খুঁটি সমেত উপড়ে গেলো বিদ্যুতের পোল আবার কোথাও কোথাও উড়ে গেলো…

কালবৈশাখীর জেরে থমকে ট্রেন পরিষেবা। মঙ্গলবার বিকালের কালবৈশাখী ঝড় কার্যত বিপর্যস্ত গোটা রাজ্য। কোথাও খুঁটি সমেত উপড়ে গেলো বিদ্যুতের পোল আবার কোথাও কোথাও উড়ে গেলো বিজ্ঞাপনের হোল্ডিং।

আর কালবৈশাখী ঝড়ের জেরেই স্তব্ধ হয়ে পড়ল তারকেশ্বর আরামবাগ শাখার ট্রেন চলাচল। সূত্রের খবর, আজ সকালেই গরমের জেরে কিছুটা বেঁকে গেয়েছিল রেল লাইন। আর এবার ওভারহেড তার ছিঁড়ে হারিয়ে পড়লো লোকাল ট্রেন।

   

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, মঙ্গলবার বিকালে কার্যত লন্ডভন্ড হতে পারে গোটা বাংলা। আগাম সতর্কতা মতোই নির্ধারিত সময়ে রাজ্যের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড়।

আরও জানা গিয়েছে, বর্ধমান রেল স্টেশনে ঝড়ো হাওয়ার জেরে ভেঙে পড়লো জাতীয় পতাকার স্তম্ভ। অন্যদিকে শিয়ালদহ মেন শাখায় রেল লাইনের ওপর গাছ পরে বিঘ্নিত ট্রেন চলাচল।