বিতর্কিত ছবি-চ্যাটে উত্তাল রাজনীতি, সিপিএম নেতা তন্ময় প্রশ্নের মুখে

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএমের। একের পর এক বিতর্কে (Tanmoy Bhattacharya) নাম জড়াচ্ছে দলের একাংশ নেতার। সেই তালিকায় ফের শিরোনামে উঠে এলেন সিপিএম…

Political Storm Over Tanmoy Bhattacharya’s Alleged Inappropriate Messages

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএমের। একের পর এক বিতর্কে (Tanmoy Bhattacharya) নাম জড়াচ্ছে দলের একাংশ নেতার। সেই তালিকায় ফের শিরোনামে উঠে এলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, যার বিষয়বস্তু যথেষ্ট অস্বস্তিকর।(Tanmoy Bhattacharya) 

ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলিতে দেখা যাচ্ছে, তন্ময় ভট্টাচার্যর সঙ্গে বেশ (Tanmoy Bhattacharya) কয়েকজন মহিলার কথোপকথন রয়েছে, যেখানে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও অশ্লীল বার্তা দিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কিছু আপত্তিকর ব্যক্তিগত ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে, যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।(Tanmoy Bhattacharya) 

   

এই প্রথম নয়। এর আগেও এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে তন্ময়কে(Tanmoy Bhattacharya) দীর্ঘ ছয় মাসের জন্য সাসপেন্ড করেছিল দল। সম্প্রতি সেই সাসপেনশন উঠে যায় এবং তাঁকে রাজ্য কমিটির অধীনেই সীমাবদ্ধ রেখে কাজ করার অনুমতি দেওয়া হয়। আলিমুদ্দিন স্পষ্ট নির্দেশ দেয়—তন্ময় জেলায় গিয়ে দলীয় কোনও কাজ করতে পারবেন না। সেই নির্দেশ কার্যকর হওয়ার কিছুদিনের মধ্যেই আবার নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।(Tanmoy Bhattacharya) 

এই ঘটনায় পার্টির অন্দরমহলে চরম অস্বস্তি দেখা দিয়েছে। যদিও (Tanmoy Bhattacharya) এখনও পর্যন্ত দলের কাছে সরাসরি কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে পার্টির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও প্রকাশ্যে দলের পক্ষ থেকে কেউই এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, এই ধরনের কোনও (Tanmoy Bhattacharya) বিষয়ে তিনি অবগত নন। অন্যদিকে দলেরই আইনজীবী তথা বিশিষ্ট সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য নাকি তন্ময়ের বিরুদ্ধে ইন্টারনাল কমপ্লেন কমিটির (ICC) কাছে ১৭টি পৃথক অভিযোগপত্র জমা দিয়েছেন। যদিও এই বিষয়ে তাঁর তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে—তাহলে পার্টি এখনও পর্যন্ত চুপ কেন? দলের ভিতরে কি তবে দ্বিমত তৈরি হয়েছে?(Tanmoy Bhattacharya) 

Advertisements

এদিকে তন্ময় ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। আইনি পরামর্শ নেওয়ার পরেই তিনি তাঁর বক্তব্য জানাবেন। অন্যদিকে জানা যাচ্ছে, বরানগর থানায় এই বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছেন তন্ময় নিজেই। যদিও তিনি অভিযোগ করেছেন নাকি কাউকে দায়ী করেছেন, তা এখনও স্পষ্ট নয়।(Tanmoy Bhattacharya) 

সিপিএম এমন একটি দল, যারা নারীর নিরাপত্তা ও সম্মান নিয়ে বরাবরই সোচ্চার। সেই দলের এক নেতার বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ, তাও আবার একই ব্যক্তি বারবার বিতর্কে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠছে—দলের ভিতরেই কি শৃঙ্খলা ভাঙছে? এ ঘটনাকে ঘিরে দলের ভাবমূর্তিতে বড়সড় আঁচ পড়েছে, তা মানছেন অনেক বাম নেতা-কর্মীই।

এখন দেখার বিষয়, পার্টি এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়। কি তন্ময় ভট্টাচার্যর সদস্যপদ আবার স্থগিত করা হবে? না কি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য থেকে বিরত থাকবে দল? যেভাবে প্রতিবারই বিতর্ক উঠছে এবং সোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়ে পড়ছে, তাতে সিপিএমের শীর্ষ নেতৃত্বের নিরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে।

সব মিলিয়ে, একদিকে তন্ময়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অন্যদিকে পার্টির নীরবতা—এই দুইয়ের মাঝে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষাই এখন সিপিএমের প্রধান চ্যালেঞ্জ।