মেয়েকে মমতার গুন্ডারা খুন করেছে: তামান্নার মা

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের বরিষপূর্তিতে কলকাতা উত্তাল। এই প্রতিবাদে সামিল হন নদিয়া জেলায় বোমা বিস্ফোরণে নিহত ছাত্রী তামান্না খাতুনের মা। কলকাতার হাজরা…

Tamanna

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের বরিষপূর্তিতে কলকাতা উত্তাল। এই প্রতিবাদে সামিল হন নদিয়া জেলায় বোমা বিস্ফোরণে নিহত ছাত্রী তামান্না খাতুনের মা। কলকাতার হাজরা মোড়ের প্রতিবাদে সমাবেশ থেকে তামান্নার মায়ের চিৎকার কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়াতেও গুঞ্জন তৈরি করল।

নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিআইএম সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। বোমায় নিহত হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। তার পরিবার বাম সমর্থক। শনিবার নিহত তামান্নার মা-বাবা কলকাতায় আসেন।

   

সুবিচারের দাবিতে কালীঘাট অভিযানে যোগ দেন তারা। হাজরা মোড়ের সভা থেকে তামান্নার মা বলেন,মেয়েকে মমতার গুন্ডারা খুন করেছে। গোটা রাজ্যে ওরা গুন্ডা তৈরি করেছে। তৃণমূলের অফিস থেকে বোমা এসেছিল সিপিআই(এম) এর লোকদের মারার জন্য। আমার মেয়ে দেশের পতাকা চিনত। কেন আমার মেয়েকে মেরে দিল ওরা। আমার বিচার চাই। আমার দুটো হাত আমার মেয়ের রক্তে লাল হয়ে গিয়েছিল ওদের জন্য। তিনি বলেন, অভিযুক্তরা এখনো বাইরে। বিচার না পাওয়া পর্যন্ত তার লড়াই চলবে।

Advertisements

অন্যদিকে জাস্টিস ফর আরজি কর দাবিতে ফের উত্তাল মহানগরী। শনিবার হাজরা মোড়ে ‘অভয়া মঞ্চ’ থেকে রাজ্য সরকারের সমালোচনা করেন বাদশা মৈত্র, মীরাতুন নাহার, পল্লব কীর্তনিয়া, শ্রীলেখা মিত্রসহ অনেকে। মীরাতুন নাহার বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুবিধাহারা গরিব মানুষের ছেলে মেয়েদের ধরে ধরে খুন করছে। আনিস, বরুণ বিশ্বাসকে খুন করেছিল। এখন তমান্নাদের খুন করছে। অভয়াও ছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে। সুবিধাভোগীদের জন্য তিনি সরকারি পদ বিতরণ করেছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News