RG Kar Case: সাসপেন্ড করা হল টালা থানার ওসিকে!

আরজি কর কাণ্ডে (RG Kar Case) সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আজ তাকে অফিসার ইন চার্জ অর্থাৎ ওসির পদ থেকে সরিয়ে…

আরজি কর কাণ্ডে (RG Kar Case) সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আজ তাকে অফিসার ইন চার্জ অর্থাৎ ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হল। এর আগেই আরজি কর খুন ও ধর্ষণের কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাকে। সন্দীপ ঘোষকেও একইদিনে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার করার পরেরদিনই তাদের শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। সেইসময় আদালত চত্বরে চূড়ান্ত নিরাপত্তা থাকার পরও তাদের দেখে ‘বাংলার কলঙ্ক’ বলে স্লোগান ওঠে। জুতোও দেখানো হয় তাদের। আপাতত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তারা জেল হেফাজতে রয়েছেন। সম্প্রতি অভিজিৎ মণ্ডলের বাড়ি গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন পদস্থ পুলিশ আধিকারিকেরা। কিন্তু, আজই তাকে সাসপেন্ড করে দেওয়া হল।

   

অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে মমতা, ব্যর্থ প্রশাসন, আক্রমণ শানালেন শুভেন্দু

নিয়মমতে পুলিশের সঙ্গে অফিসিয়ালি তার আর কোনও যোগসূত্র থাকলো না। নিয়মমাফিক সিবিআই কোনও পুলিশ অফিসারকে গ্রেফতার করলে তাকে সাসপেন্ড করতেই হয়। এই ক্ষেত্রেও সেই নিয়মই মানা হয়েছে। আরজি কর কাণ্ডের সময় তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

বিশ্বকর্মা পুজোয় হাসপাতালে মদের আসর, ধৃত দুই

সিবিআই দাবি করেছে যে, সব জেনেশুনেও ইচ্ছে করে ঘটনার দিন কোনও পদক্ষেপ নেননি তিনি। দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।