মুখ দিয়ে বাতকর্ম সারে, দেবাংশু-কুণালকে তোপ স্বস্তিকার!

আরজি কর কাণ্ডে একাধিকবার পথে নেমেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বারংবার তার প্রতিবাদের ভাষা প্রকট হয়ে উঠেছে বারবার। একাধিকবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে দেখা…

আরজি কর কাণ্ডে একাধিকবার পথে নেমেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বারংবার তার প্রতিবাদের ভাষা প্রকট হয়ে উঠেছে বারবার। একাধিকবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে দেখা গেছে তাঁকে। নারী স্বাধীনতা, নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন তিনি। এমনিতেই সর্বদা সাহসী কথাবার্তা এবং পোশাকের জন্য আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তার ছবি ‘টেক্কা’-র পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন যে আরজি কর কাণ্ডের আবহকে মাধ্যম করে প্রচারের আলোয় আসছেন তিনি। এই আবহেই গত বুধবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর প্রেসিডেন্সি কলেজের এক সম্মেলনে গিয়ে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে তোপ দাগেন অভিনেত্রী। তিনি বলেন, “এঁরা নাকি সরকারের মুখপাত্র। এঁরা মুখ দিয়ে বাতকর্ম সারে।”

   

মহিলাদের কুরুচিকর আক্রমণ প্রসঙ্গে অভিনেত্রী অকপট বলেন যে, ”মহিলাদের ক্ষেত্রে সবথেকে নোংরা কথা হল বেশ্যা। সেই কথাটা আমাকে যে কতবার শুনতে হয়েছে তার ঠিক নেই। এখন তো কাকিমা, মাসিমা, দিদিমার মতো সম্পর্কগুলোও গালাগালির পর্যায়ে পৌঁছে গেছে। কোনদিন শুনবো দিদি সম্বোধনটাও গালাগালি হয়ে গেছে।”

মুখ্যমন্ত্রীর পুজোয় ফিরে আসার বার্তা সম্পর্কে তিনি বলেছেন, “একমাস হয়ে গেছে উৎসবে ফিরুন মানেটা কি? এই লজিক অনুযায়ী চলতে গেলে তো প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ২১ জুলাই পালন করা উচিত নয়। কারণ ওই দিনগুলোর অনেক বছর পেরিয়ে গেছে।” এছাড়াও অভিনেত্রী বলেছেন বদন বিগড়ে গেছে এই কথা বলা হবে?