Ramnavami:রামনবমীর দিন বিক্ষিপ্ত অশান্তির জন্য ‘মুখ্যমন্ত্রী’কে দায়ী করলেন শুভেন্দু

রাত পেরোলেই লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হতে চলেছে। আর এই পরিস্থিতিতে রামনবমী মিটতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রামনবমী মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গা…

suvndu adhikari

রাত পেরোলেই লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হতে চলেছে। আর এই পরিস্থিতিতে রামনবমী মিটতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রামনবমী মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আর সেই অশান্তির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন শুভেন্দু।

বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে দায়ী করে বলেন যে রামনবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছে তার জন্য মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য দায়ী। শুভেন্দু দাবি করেন এই ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত। এই মর্মে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি চিঠি লেখেন। তিনি রাজ্যপালকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের ভিডিও তুলে ধরে অভিযোগ করেন এই জন্যই রামনবমীর দিন গণ্ডগোল হয়েছে। শুধু তাই নয় তিনি দাবি করেন, একটি দিন শুধু গুণ্ডামির জন্য বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisements

এখানেই শেষ নয়, তিনি নির্বাচন কমিশনেও বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগেই উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে বিজেপি চক্রান্ত করছে, রামনবমীর দিন একটা গণ্ডগোল করার। আবার উল্টোদিক থেকে বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে সরব হয়েছিল। রাত পোহালেই প্রথম দফার ভোট। তার আগে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ কোন দিকে মোড় নেই সেটাই দেখার।