‘বিনীত গোয়েলের পুলিশ পদক প্রত্যাহার করুন’, অমিত শাহকে চিঠি দিলেন শুভেন্দু

একদিকে আরজি কর ইস্যুতে যখন সমগ্র দেশ উত্তাল তখন কলকাতার সিপি বিনীত গোয়েলের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে এবার সটান…

একদিকে আরজি কর ইস্যুতে যখন সমগ্র দেশ উত্তাল তখন কলকাতার সিপি বিনীত গোয়েলের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে এবার সটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী শুভেন্দু অধিকারী।

এখন নিশ্চয়ই ভাবছেন চিঠিতে কী লিখেছেন বিরোধী দলনেতা? জানা গিয়েছে, কলকাতার বর্তমান পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দেওয়া রাষ্ট্রপতি পুলিশ পদক ও পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি বড়সড় পোস্ট করেছেন শুভেন্দু, আর তা দেখেই রীতিমতো চমকে গিয়েছেন সকলে।

   

শুভেন্দু লেখেন, ‘আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে বিনীত গোয়েলকে প্রদত্ত মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহার/বাজেয়াপ্ত করার জন্য অনুরোধ করেছি। বর্তমানে তিনি কলকাতার পুলিশ কমিশনার। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ডাক্তারের ধর্ষণ ও হত্যার তদন্ত চলাকালীন তাঁর নিন্দনীয় এবং লজ্জাজনক আচরণ সকলেই দেখেছেন।’

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও লেখেন, ‘গত ১৪ আগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের সময় বস্তুগত প্রমাণ ধ্বংস এবং ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তায় তাঁর সম্পৃক্ততা মিডিয়ায় ভালভাবে নথিভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে চলমান আর্থিক ও নৈতিক চক্রকে ধামাচাপা দেওয়া, দেশের সম্ভবত সবচেয়ে জঘন্য ও স্পর্শকাতর অপরাধের তদন্তকে বানচাল করার নির্লজ্জ প্রচেষ্টা তাকে এ জাতীয় পুরষ্কার ধরে রাখার অযোগ্য করে তুলেছে। তাঁর এই কর্মকাণ্ড ১৬৮ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা কলকাতা পুলিশের সুনাম ক্ষুণ্ন করেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের জন্য লজ্জা বয়ে এনেছে। কিছু প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করার উদ্দেশ্যে তাঁর কার্যকলাপ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। তিনি রাজ্য এবং জাতির জন্য অত্যন্ত লজ্জা বয়ে এনেছেন।’

অমিত শাহকেও চিঠি লিখেছেন শুভেন্দু। তিনি জানান, ‘আরজি কর ইস্যুতে আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছি এবং পুলিশ বিভাগ -১ এর ২৯ শে মে, ২০১৭ তারিখের মেমো নং ১১০২৬/০২/২০১৭-পিএমএ-র মাধ্যমে জারি করা বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সদয় তিরস্কার করার জন্য অনুরোধ করেছি।’