বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাঞ্জাবিতে লেখা ‘মমতা চোর’। মুখ্যমন্ত্রীকে নিশানা করে এমন অভিনব প্রতিবাদ করছে বিজেপি। তিন রাজ্যে বিজেপির জয়ের পর শুভেন্দু বলেছিলেন রাজ্যে তৃ়ণমূল সরকার টিকবে না। এবার তিনি অভিনব পাঞ্জাবি পরে ধর্নায়।
এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী লাডডু বিলি করেন। তিন রাজ্যে বিজেপি জয়ের আনন্দ করেন। ‘মমতা চোর’ লেখা পাঞ্জাবি পরে মিছিল করেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর এমন চোর স্লোগানের প্রেক্ষিতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বলছে আমি নাকি চোর, আমি অন্যের পয়সায় এককাপ চা পর্যন্ত খাইনি’।
সম্প্রতি বিধি ভাঙার অভিযোগে বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরই প্রতিবাদে সোমবার দুপুরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। তাদের সবার পাঞ্জাবি-টি শার্টে ‘মমতা চোর’ লেখা। এর জেরে বিধানসভা সরগরম। রাজ্য সরগরম। এভাবে এ রাজ্যে আগে কোনও মুখ্যমন্ত্রীর নামে ‘চোর’ লিখে ধর্না হয়নি।