তৃণমূল সাংসদকে ধন্যবাদ শুভেন্দুর! বাংলার রাজ্য রাজনীতিতে কীসের ইঙ্গিত?

বুধবার বিধানসভার বাইরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এইদিন তিনি ডাক্তারদের কর্মবিরতিকে যেমন সমর্থন করেছেন ঠিক তেমনি মমতা…

suvendu adhikari

বুধবার বিধানসভার বাইরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এইদিন তিনি ডাক্তারদের কর্মবিরতিকে যেমন সমর্থন করেছেন ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। এইদিন তিনি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের এই প্রতিবাদের জন্য পথে নামাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি তাঁকে ‘ধন্যবাদ’জ্ঞাপন করেছেন। ইদানীং কালে শুভেন্দু অধিকারী কোনও তৃণমূল সাংসদকে ধন্যবাদ দিয়েছে এমন ঘটনা খুবই বিরল।

ভারতে গোপন বাড়ি থেকে হাসিনার আহ্বানে বাংলাদেশ গরম! ১৫ আগস্ট রক্তাক্ত সংঘর্ষ আশঙ্কা

   

প্রসঙ্গত বুধবার শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে তুলোধোনা করে বলেন, ‘ আজ কন্যাশ্রী দিবস। আজ ঘটা করে তৃণমূল কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান করেছেন। তিন হাজার চিকেন বিরিয়ানির খাওয়ানোর আয়োজন হয়েছে। উনি চাইলে আরজি কর কাণ্ডে জন্য এই অনুষ্ঠান বাতিল করতে পারতেন না?’ তিনি আরও দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। তিনি আরও জানিয়েছেন যে আগামী সপ্তাহে একদিন নবান্ন, রাজভবন এবং স্বাস্থ্য ভবন অভিযানে যাব। তিনি জানিয়েছেন যে, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে যাব।

পিছিয়ে গেল খাদানের টিজার মুক্তির তারিখ, আরজি কর কাণ্ডে দ্রুত বিচার চাইলেন দেব!

তিনি আরও জানিয়েছেন যে, কলকাতা পুলিশ কিন্তু আজ রাতের কর্মসূচীকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছে। উল্লেখ্য আজ রাজ্য জুড়ে মেয়েরা পথে নামার ডাক দিয়েছে। মধ্যরাতে তাঁরা শহরের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করবে। সেই ইস্যুর প্রসঙ্গে এই বক্তব্য করেন শুভেন্দু। পাশাপাশি তিনি বর্ষীয়ান তৃণমূল সাংসদকে পথে নামার জন্য ধন্যবাদ দিয়েছেন। সাংসদ সুখেন্দুশেখর রায় এই কর্মসূচীতে থাকবেন বলে জানিয়েছেন। সেই জন্য তিনি দলগত প্রসঙ্গ না দেখে তাঁকে ‘ধন্যবাদ’ দিয়েছে।

সপ্তাহের মাঝে ফের উর্ধমুখী সোনার দাম, কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে ২৪ ক্যারেট সোনা?

শেষ কবে শুভেন্দু অধিকারী কোনও তৃণমূল সাংসদকে ধন্যবাদ দিয়েছে সেটা বলা মুশকিল। কিন্তু এই ঘটনা বাংলার রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা দিয়েছে। বুধবার সকালে কলকাতা এসেছে সিবিআইয়ের বিশেষ টিম। শুধু তাই নয় কলকাতায় এসেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রের খবর, মৃত তরুণীর কল রেকর্ড খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁদের মতে রহস্যের জট খুলতে পারে ওই কল রেকর্ড। শুধু কি সঞ্জয় নাকি এই ঘটনার পিছনে রয়েছে আরও কেউ, সেই দিকেও নজরে রয়েছে সিবিআইয়ের।