‘মমতাকে জেলের ভিতরে দেখতে চাই’! বিস্ফোরক দাবি শুভেন্দুর

চাকরি চুরির প্রতিবাদে বিজেপির পরিষদীয় দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu) নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। বিজেপি স্লোগান দিচ্ছে ‘চাকরি চোর মমতা’। এবং মমতা বন্দোপাধ্যায়ের…

BJP Takes to the Streets Against Corruption; Suvendu Leads Vijay Sankalp Yatra"

চাকরি চুরির প্রতিবাদে বিজেপির পরিষদীয় দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu) নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। বিজেপি স্লোগান দিচ্ছে ‘চাকরি চোর মমতা’। এবং মমতা বন্দোপাধ্যায়ের জেল হোক এই দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছে।

শিক্ষকদের চাকরি চুরি নিয়ে শুভেন্দু বলেন দুর্নীতিবাজ মমতাকে জেলের ভিতরে দেখতে চাই। চাকরিহারা যোগ্য শিক্ষকরাও আজ বিধানসভার সামনে অবস্থানে আছেন তাদের দাবি তারা কোনো পরীক্ষায় বসবেন না। অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

   

শনিবার প্রকাশিত এসএসসি’র তালিকায় ১৮০৬ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীকে ‘দাগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি পরিষদীয় দল বিধানসভার সামনে তীব্র প্রতিবাদ শুরু করে। শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই চাকরি কেলেঙ্কারির জন্য দায়ী।

হাজার হাজার যোগ্য শিক্ষকের জীবন নষ্ট হয়ে গেছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” তিনি আরও অভিযোগ করেন, সরকার চাকরিহারাদের উপর দমননীতি চালাচ্ছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।বিজেপি’র বিক্ষোভের পাশাপাশি চাকরিহারা শিক্ষকরা বিধানসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

তাঁদের দাবি, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের চাকরি বাতিল করা হয়েছে। তাঁরা বলছেন, “আমরা যোগ্য, আমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছিল। এখন আবার পরীক্ষায় বসতে বলা হচ্ছে, এটা অবিচার। আমরা অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে চাই।” তাঁদের মধ্যে অনেকেই এসএসসি’র সাম্প্রতিক তালিকা প্রকাশের প্রক্রিয়াকে স্বচ্ছ নয় বলে সমালোচনা করেছেন।

বিজেপি’র বিক্ষোভের পাশাপাশি চাকরিহারা শিক্ষকরা বিধানসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবি, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের চাকরি বাতিল করা হয়েছে।

Advertisements

তাঁরা বলছেন, “আমরা যোগ্য, আমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছিল আমরা ঘুষ দিয়ে চাকরি পাইনি। এখন আবার পরীক্ষায় বসতে বলা হচ্ছে, এটা অবিচার। আমরা অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে চাই।” তাঁদের মধ্যে অনেকেই এসএসসি’র সাম্প্রতিক তালিকা প্রকাশের প্রক্রিয়াকে স্বচ্ছ নয় বলে সমালোচনা করেছেন।

আজ এই ঘটনার কিছুক্ষন আগেই করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা যোগ্যদের নেতা সুমন বিশ্বাস পুলিশের বিরুদ্ধে মারধর ও টানাটানির অভিযোগ তুলেছেন। সুমন দাবি করেছেন, পুলিশ তাঁর পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে এবং গত ১৮ আগস্ট তাঁকে বিনা কারণে আটক করা হয়েছিল।

ব্রেন ড্রেন সমস্যা! কলকাতার আইটি কোম্পানিগুলি প্রতিভার ঘাটতির সম্মুখীন

তিনি বলেন, “এসএসসি যদি আগে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করত, তাহলে এত বিশৃঙ্খলা হত না।” তিনি পুলিশের এই আচরণকে গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে অভিহিত করেছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News