‘মমতা প্রাক্তন, ভাইপো জেলে!’ কীভাবে সম্ভব হবে? উপায় জানালেন শুভেন্দু

কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাক্তন’ করবেন, কীভাবেই বা অভিষেককে জেলবন্দি বন্দি করবেন সেই কথা হলদিয়ার সভা থেকে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adikari)। প্রসঙ্গত লোকসভা…

কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাক্তন’ করবেন, কীভাবেই বা অভিষেককে জেলবন্দি বন্দি করবেন সেই কথা হলদিয়ার সভা থেকে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adikari)। প্রসঙ্গত লোকসভা ভোটের পর থেকেই ব্যাকফুটে রাজ্য বিজেপি। শুধু তাই নয় বেফাঁস মন্তব্য করে দলের ভিতরেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। এবার তিনিই উপায় বাতলে দিলেন কীভাবে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করেবন, শুধু তাই নয় ঘাসফুল সেনাপতিকে জেলবন্দি করার উপায়ও বলে দিলেন তিনি।

সকাল সকাল সুখবর! বাংলার ১০ জেলায় কমল পেট্রোলের দাম

   

হলদিয়ায় দলীয় সভায় সম্প্রতি হিন্দু ভোট বৃদ্ধির কথা শোনা গেল শুভেন্দুর মুখে। শনিবার তিনি সভা থেকে বলেন ‘মুসলিমরা বিজেপিকে হিন্দুদের দল বলে। ৯৫ শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়। আর আমি যদি বলি যে আগামী বিধানসভা নির্বাচনে আরও পাঁচ শতাংশ হিন্দুকে এনে সরকার গড়তে হবে, ভুলটা কোথায় বলুন! নির্বাচন কমিশনে নথিভুক্ত, সংবিধান মেনে চলা দল বিজেপি। কেন বলা হবে আমি হিন্দুদের দল করি? আমাদের এভাবে যদি দাগিয়ে দেওয়া হয় তাহলে বলতে হয় আমার ৩৯ শতাংশ ভোট রয়েছে। আর যদি তিন শতাংশ ভোট বাড়াতে পারি, তাহলেই মমতা প্রাক্তন, ভাইপো জেলে।’

আট জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা হাওয়া অফিসের

এই কথার পরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক শোরগোল। যদিও এই কথা সভার বলার পরেই তীব্র হাততালিতে ভরে যায়। শুধু তাই নয়, শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। তবে এই বক্ত্যবকে সমর্থন করেননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, ‘শুভেন্দু অধিকারী গত দু’-তিন বছর ধরে শুধুমাত্র ধর্মের নিরিখে সমাজকে ভাগ করার চেষ্টা করছেন।’