‘ক্ষমা চাওয়ার বদলে দুঃখপ্রকাশ করুন’, আবেগপ্রবণ ফিরহাদ জবাব দিতেই শুভেন্দুর রাগ গলে জল?

একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। এমনকী অস্বস্তির জেরে মেয়রের সেই মন্তব্য নিয়ে কোনও জবাব দেননি…

Suvendu Adhikari-s conflict with Firhad Hakim was resolved while answering inside the bengal assembly, আবেগপ্রবণ ফিরহাদ জবাব দিতেই শুভেন্দুর রাগ গলে জল?

একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। এমনকী অস্বস্তির জেরে মেয়রের সেই মন্তব্য নিয়ে কোনও জবাব দেননি খোদ মুখ্যমন্ত্রীও। ফিরহাদকে বয়কটের ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারপরনাই বেকায়দায় পড়ে শাসক শিবির। তবে, স্পিকারের হস্তক্ষেপে বৃহস্পতিবার বিধানসভায় এক অন্য ছবি ধরা পড়ল। আর তাতেই প্রশ্ন, তাহলে কি বিজেপি বনাম ফিরহাদ হাকিমের টানাপোড়েন মিটে গেল?

এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শুরুতে হতেই বলতে ওঠেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তখনই বিজেপি বিধায়করা কক্ষ ত্যাগ করেন। তাঁরা বাইরে বেরিয়ে ইনার লবিতে চলে যান। ফিরহাদ হাকিমের বক্তব্য শেষ হতেই বিজেপি বিধায়করা কক্ষে প্রবেশ করেন। সেই সময়ই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে বিষয়টি মিটিয়ে নেওয়া অনুরোধ করেন।

   

এই সময় বিধানসভায় বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফিরহাদ হাকিম। বলেন, ‘মাননীয় সদস্যরা যখন প্রশ্ন করেন তখন উত্তর দিতে হয়। যখন আমি উত্তর দিতে যাচ্ছি, তখন বেরিয়ে যাচ্ছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা বিশ্বাস করেন আমি সেকুলার নই? বুকে হাত দিয়ে বলুন তো আমায় ধর্মনিরপেক্ষ ভাবেন কী ভাবেন না? কোনও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কী বলেছি, তা নিয়ে এরকম আচরণ করা হচ্ছে।’

Mamata Banerjee: ‘গা বাঁচানো’র ক্ষোভেই মনীশ থেকে মন সরালেন মমতা?

ফিরহাদ থামতেই বলতে শুরু করেন শুভেন্দু অধিকারী। মন দিয়ে ফিরহাদের বক্তব্য শোনার পর বিরোধী দলনেতা বলেন, ‘আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতেই পারেন। আপনাকে মন্ত্রী বা মেয়র হিসাবে ডেকেছিল। আমরাও সনাতন হিন্দুর কথা বলি। এতে আপত্তির নেই। আমাদের আপত্তি দ্বিতীয় অংশে। আমাদের সেটা মনে হয়েছে এই আহ্বান যথাযথ নয়। আপনি ক্ষমা চাইবেন না, সেটা বলছি না। আপনি দুঃখিত সেটা বলুন। এখানেই মিটে যাবে।’

অগস্টে এ রাজ্যের সরকারি কর্মীদের দারুন মজা, টানা দু’দফায় লম্বা ছুটির স্বাদ

এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, মরার সময়ও তাই থাকব। আমি এই বিশ্বাসে বড় হয়েছি অন্য ধর্মকে সম্মান জানানো। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করলেও দুর্গা পুজোয় অংশ নিই। আমার মধ্যে কখনওই অন্য ধর্মকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।”

ফিরহাদ হাকিম যখন এসব বলছেন তখন গোটা অধিবেশন কক্ষ ছিল শান্ত, কেউ কোনও কথা বলেননি।

পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য সুখবর, হেলথ স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের