বিধানসভার মধ্যেই নিগৃহীত শুভেন্দু! বড় অভিযোগে তোলপাড়

বিধানসভার মধ্যেই শুভেন্দুকে (Suvendu Adhikari) ‘ফিজিক্যাল অ্যাসল্ট’। বুধবার দুপুরে বড় অভিযোগে তোলপাড় রাজ্যরাজনীতি। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বুধবার বিধানসভা অধিবেশনের শুরু থেকেই নারী নির্যাতন ও…

suvendu adhikari

বিধানসভার মধ্যেই শুভেন্দুকে (Suvendu Adhikari) ‘ফিজিক্যাল অ্যাসল্ট’। বুধবার দুপুরে বড় অভিযোগে তোলপাড় রাজ্যরাজনীতি। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বুধবার বিধানসভা অধিবেশনের শুরু থেকেই নারী নির্যাতন ও রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন শাসক বিধায়করাও। বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। অভিযোগ, তখনই পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থা করেছেন। 

 

   

 বিরোধী দলনেতা বলেন, ‘আমি বিধানসভায় আক্রান্ত হয়েছি। কোনও বিজেপি বিধায়ক আক্রান্ত হলে, তার দায় স্পিকারের।’ বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার স্পিকারকেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন, পূর্বস্থলীর বিধায়ত তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন। কিছু কুকথাও তৃণমূল বিধায়ক ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়েও ওই চিঠিতে প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

জ্যোতিপ্রিয় মল্লিকের ‘মারাত্মক’ বুকে ব্যথা! রাতেই ছুটতে হল হাসপাতালে

রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল নেতার মেয়ের মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে চাকরি পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি উত্তেজিত হয়ে বলেছেন, ‘তপন চট্টোপাধ্যায়ের সাহস হয় কীভাবে? নীলাদ্রী দানা, বিশাল লামা-সহ একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সবাই সাক্ষী। তপন চট্টোপাধ্যায় দু’বার, একবার হাউজ়ের ভিতরে করেছেন, আজকে লবিতে করলেন। আমাকে ফিজিক্যালি টর্চার করার জন্য এগিয়েছেন।’ তবে তৃণমূল বিধায়ক সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ‘ তপন বলেন, “আরও তো অনেক লোক ছিল। আমি তাঁকে মেরেছি, এমন কোনও ছবি আছে কি? আমি বলেছি, তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি মিথ্যাবাদী।’