প্রতিবাদের আড়ালে আরজি কর-এ দুষ্কৃতী তাণ্ডব! হাতেনাতে প্রমাণ দিলেন শুভেন্দু

  যত সময় এগোচ্ছে আরজি করের ঘটনা নিয়ে বিক্ষোভের আগুন ততই ছড়িয়ে পড়ছে সর্বত্র। এক কথায় যত সময় অতিবাহিত হচ্ছে ততই যেন ঝুলি থেকে বেড়াল…

students wants to know the reason why police was quiet

 

যত সময় এগোচ্ছে আরজি করের ঘটনা নিয়ে বিক্ষোভের আগুন ততই ছড়িয়ে পড়ছে সর্বত্র। এক কথায় যত সময় অতিবাহিত হচ্ছে ততই যেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার রাতে মেয়েরা ‘রাত দখল’ কর্মসূচির আয়োজন করেছিল। অন্যদিকে আবার আরজিকর হাসপাতাল যেন রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। আর এই নিয়েই এবার কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

   

তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাছে অরাজনৈতিক প্রতিবাদ সমাবেশে তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন যে তিনি পুরো বিশ্বের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি এবং মানুষ বুঝতে পারবে না যে তার গুন্ডারা প্রতিবাদকারী হিসাবে হাজির হয়ে জনতার সাথে মিশে যাবে এবং আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে ভাঙচুর চালাবে। পুলিশ তাদের নিরাপদ পথ দিয়েছিল, যারা হয় পালিয়ে গিয়েছিল বা অন্য দিকে তাকিয়ে ছিল যাতে এই দুষ্কৃতীরা হাসপাতাল চত্বরে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করে দিতে পারে। যাতে সিবিআইয়ের হাতে কিছু না ধরা পড়ে।’

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘তৃণমূল গুন্ডারা এতটাই বোকা যে তাদের পরিকল্পনাটি ব্যর্থ হয়। এর পাশাপাশি রেসিডেন্ট ডাক্তার, পিজিটি এবং ইন্টার্নিদের ধরনা মঞ্চে ভাঙচুর করার সময় সকলের পরিচয়ও প্রকাশ্যে চলে আসে। কেউ কেন বিক্ষোভের কেন্দ্রস্থল ধ্বংস করবেন? শেষ পর্যন্ত রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হল, শুধু আরজি করের ক্ষেত্রেই কেন হিংসা ছড়াল? বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। সিবিআইয়ের উচিৎ তৃণমূলের প্রমাণ লোপাটের নির্লজ্জ চেষ্টাকে লক্ষ্য করা।’