শুভেন্দু-সহ সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিরোধী দলনেতার

কলকাতা: গত চার বছরে চার বার বিধানসভায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি বিজেপির আরও তিন বিধায়ককে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে৷…

কলকাতা: গত চার বছরে চার বার বিধানসভায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি বিজেপির আরও তিন বিধায়ককে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে৷ এই তিন বিধায়ক হলেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। ৩০ দিনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে বিধানসভার বাইরে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু৷ তিনি বলেন, ‘‘গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, এই সরকার কোনও রীতি নীতি মানে না। বিধানসভার ভিতরে আমাদের মুখ বন্ধ করতে এর আগেও তিন দফায় আট মাস এবং আজ থেকে আবারও এক মাস সাসপেন্ড করল৷’’

এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা৷ সাফ জানান, ‘‘এখন থেকে বিজেপি বিধায়কেরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করবেন। উনি যেদিন যে দিন বিধানসভায় আসবেন ওঁকে গেটে দাঁড়িয়ে আমাদের বিধায়করা ধিক্কার জানাবেন৷ ওঁর উপস্থিতি আমরা বয়কট করব।’’

   

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামীকাল  রাজ্যপালের বক্তৃতার ওপর বিধানসভায় বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমাকে বিধানসভায় বলতে দেওয়া হবে না৷ উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ফাঁকা মাঠে বক্তৃতা দেবেন৷ সেজন্যই পরিকল্পিতভাবে টার্গেট করে আমাকে সাসপেন্ড করা হল।’’

সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা তুলে ধরে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি মুলতুবি প্রস্তাবের উপর আলোচনা চাইলে অধ্যক্ষ জানান, এই প্রস্তাব নিয়ে এখন আলোচনা করা হবে না। অধ্যক্ষ এ কথা জানানোর পরই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগানিং শুরু করেন৷ এর পর অধ্যক্ষের চেয়ারের কাছে এগিয়ে যান শুভেন্দু৷ কাগজ ছিঁড়ে ছুড়ে দেন বিরোধী দলনেতা। এরপর তাঁর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

বিজেপির এই আচরণের নিন্দা করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা যে আচরণ করছেন যথাযথ নয়। এর নিন্দা করছি।” এরপরই শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে এর মাসের জন্য বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়৷