এবার ‘ত্রিফলা’ অভিযান! নবান্ন অভিযান-বিজেপির বনধ নিয়ে চর্চার মাঝেই ছাত্রদের পরামর্শ শুভেন্দুর

ছাত্রসমাজের নবান্ন অভিযান আর বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই এবার ত্রিফলা অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর পরামর্শ,…

Suvendu Adhikari advised the students to conduct the triphala abhijan, এবার 'ত্রিফলা' অভিযান! নবান্ন অভিযান-বিজেপির বনধ নিয়ে চর্চার মাঝেই ছাত্রদের পরামর্শ শুভেন্দুর

ছাত্রসমাজের নবান্ন অভিযান আর বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই এবার ত্রিফলা অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর পরামর্শ, ‘লালবাজার, কালীঘাট, নবান্ন অভিযান পতাকা ছাড়া একদিনে করুন। মুখ্যমন্ত্রী অধিবেশন ডাকার কে? ছাত্র সমাজকে বলব বিধানসভার অধিবেশনের দিন ওই দিন বিধানসভা অভিযান করুন।’

নবান্ন অভিযানে পুলিশকে চুরি দেখাননি, তাহলে হাত দেখিয়ে কীসের বার্তা? স্পষ্ট করলেন বলরাম

   

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে ধর্ষণ এবং নারী নির্যাতনে কড়া শাস্তির নিদান সংক্রান্ত নয়া বিল আনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আগামী সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করার সিদ্ধান্তও গৃহীত হয়৷

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে নরম সুরে বড় হুঙ্কার মমতার! কী বললেন আন্দোলনকারীরা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিল আনার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ এ দিন এবিষয়ে মন্তব্য করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷

আরজি কর কাণ্ডের জের, আইএমএ’র সদস্য পদ হারালেন অভিযুক্ত সন্দীপ ঘোষ

শুভেন্দু বলেন, ‘এই অধিবেশন করতে গেলে রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে হবে। রাজ্যপাল বেআইনি কাজের অনুমোদন দেবেন না। জোর করে বিধানসভা করতে পারেন না। ছাত্রসমাজকে বলব ওই দিন বিধানসভার অভিযান করুন। আমরা ভেতরে বিধায়করা বুঝে নেব। আর রাস্তায় ছাত্রসমাজ আপনারা বুঝে নেবেন। ভারতীয় ন্যায় সংহিতার পরে কোনও ভাবেই মুখ্যমন্ত্রী আপনি এটা করতে পারেন না। আমি বলছি৷ ‘

ধর্ষণ এবং নারী নির্যাতনে কড়া শাস্তির বিধান দিয়ে বিল আনতে চায় রাজ্য সরকার। আগামী মাসের প্রথম দিকেই সেই কারণে বিধানসভা অধিবেশন ডাকতে চায় প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত, বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হবে সেই বিল। নবান্ন সূত্রের খবর, আগামী মঙ্গলবারই সেই বিল পেশ হতে পারে রাজ্য বিধানসভায়।