কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত! রাজ্যের কাছে চাওয়া হল হলফনামা

ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme court)। উপরন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় তথ্য চাইল।…

mamata banerjee

ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme court)। উপরন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় তথ্য চাইল। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৷

Advertisements

সবজির বাজার গরম, চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য

   

প্রসঙ্গত মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ২০১০ সালের পর ওবিসি সংক্রান্ত সমস্ত সার্টিফিকেট বাতিল। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদব করে রাজ্য সরকার। এইদিন সুপ্রিম কোর্ট জানায় যে কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে রাজ্যের বিরুদ্ধে গিয়েছে তাই রাজ্যকে তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে আইনি লড়াই লড়বে রাজ্য সরকার৷ 

রাজ্যের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না, বোসের মন্তব্যে ফের সংঘাতে নবান্ন-রাজভবন

সোমবার সুপ্রিম কোর্টের তরফে রাজ্যর কাছ থেকে তিনটি বিষয় জানতে চাওয়া হয়েছে, কোন কোন বিষয়গুলি দেখে ৭৭টি জনজাতিকে ওবিসির তালিকায় যুক্ত করা হয়েছিল? দ্বিতীয়ত, ওবিসি তালিকায় ৭৭টি জনজাতির মধ্যে ৩৭টি জনজাতি এবং বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল? পাশাপাশি, রাজ্যের তরফে কী পদ্ধতি মেনে সমীক্ষা করা হয়েছিল, হলফনামায় তাও জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷উল্লেখ্য এই ওবিসি সংক্রান্ত বিল নিয়ে বারেবারে রাজ্য সরকারকে বিদ্ধ করেছেন বিরোধী দলগুলি। এইবার সুপ্রিম কোর্ট বেশ কিছু বিষয়ে তথ্য চেয়েছে, এইবার দেখার বিষয় রাজ্য সরকার হলফনামায় কী তথ্য জমা দেয়।