মঙ্গলবারের মধ্যে ‘ডিউটি’তে যোগ দিতে হবে…., জুনিয়র চিকিৎসকদের কড়া ‘সুপ্রিম’ বার্তা

আগে একাধিকবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা সত্ত্বেও আন্দোলনে ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকেরা। এবার আন্দোলনকারী চিকিৎসকদের (RG Kar Protest) কর্মবিরতি…

Supreme Court Hearing on RG Kar Case

আগে একাধিকবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা সত্ত্বেও আন্দোলনে ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকেরা। এবার আন্দোলনকারী চিকিৎসকদের (RG Kar Protest) কর্মবিরতি প্রত্যাহার করতে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামীকাল অর্থ্যাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়ার চিকিৎসকদের ‘ডিউটি’তে ফেরার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় ও বিচারপতি পারাদীওয়ালার বেঞ্চ।

আরজি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে প্রথম থেকেই সরব হয়েছে ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তবে শুধু নির্যাতিতার বিচারের দাবি নয়, সেইসঙ্গে কর্মক্ষেত্রে প্রত্যেকটা ডাক্তারের সুরক্ষার দাবিতেও দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তবে এবার সেই কর্মবিরতি উঠিয়ে সকল ডাক্তারকে কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার পরবর্তী শুনানি।

   

এদিনের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, “জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না, আমরা তো বলেছি। আগামী কাল বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।” সেইসঙ্গে তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন, “এরপরেও যদি কোনও চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।”

তবে শুধু এটুকুই নয়, এর পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জানার পরেই কোন পদক্ষেপ নিতে পারবে রাজ্য। সুপ্রিম কোর্টের এই নির্দেশ শোনার পর ঠিক কী জানিয়েছে আন্দোলনরত চিকিৎসকরা? সর্বোচ্চ আদালতের নির্দেশের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই তাঁরা দেখছেন। কিন্তু তাও সমস্ত দিক খতিয়ে দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা। সব চিকিৎসককে নিয়ে একটি জেনারেল বডি মিটিংয়ের পর জানানো হবে পরবর্তী কর্মসূচি।

এক আন্দোলনরত চিকিৎসক জানিয়েছেন, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে বেশ হতাশ হয়েছেন তাঁরা। কিন্তু এই পরিস্থিতিতে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত কী নেবেন তা এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে প্রথমে প্রতিটি কলেজ এবং হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা আলাদা ভাবে একটি প্রাথমিক বৈঠক করবেন। পরে বিকাল ৫টায় আরজি কর-সহ সমস্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকরা একটি সম্মিলিত জেনারেল বডি বৈঠক (জিবি) করবেন। আর সেই বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন। কিন্তু তাঁরা তখন কর্মবিরতি চালিয়ে গেলেও এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছেন চিকিৎসকরা।