মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে ছিল আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি ((Supreme Court Hearing On RG Kar Case)। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজ সেই মামলার শুনানি হচ্ছে না। জানা গেছে, মঙ্গলবারের পরিবর্তে বুধবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটির শুনানি হবে।
মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলাটির শুনানি হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পাশাপাশি রাজ্য সরকারেরও হলফনামা জমা দেওয়ার কথা ছিল। এর আগের শুনানিতে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে রাজ্যের তরফের আইনজীবীকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ সেইসব প্রশ্নের উত্তর হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের।
এর পাশাপাশি সুপ্রিম কোর্টে এর আগেরবার রাজ্য সরকার জানিয়েছিল, হাসপাতালে রোগীকল্যাণ সমিতি পুনর্গঠন করছে তারা। এমনকি হাসপাতালের কাজকর্মে আরও বেশি করে স্বচ্ছতা আনতে সার্বিক হাসপাতাল পরিচালন ব্যবস্থা (ইন্টিগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হচ্ছে বলেও জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে।
সেইসব ব্যবস্থা কতদূর এগোল সেটাও মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টে জানানোর কথা ছিল রাজ্য সরকারের। অন্যদিকে আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনার পর দুটি বিষয়ে তদন্ত গেছে সিবিআইয়ের হাতে। একটি মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আরজি করে আর্থিক দুর্নীতির মামলা। বর্তমানে এই দু’টিরই তদন্ত করছে সিবিআই।
মঙ্গলবার অর্থাৎ আজ এই দু’টি বিষয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর। প্রসঙ্গত, ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তার আগে বৃহস্পতিবার বা শুক্রবার এই মামলা তিনি ফের শুনবেন কিনা তা এখনও জানা যায়নি।
সেইদিক থেকে দেখতে গেলে বুধবারই শেষ বারের মতো আরজি কর মামলা শুনতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। আজকের পরিবর্তে বুধবার সকালে এই মামলার শুনানি শুনবেন তিনি। তবে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, বুধবার শুনানির তালিকায় প্রথম এই মামলাটিই রাখা হবে। এবার বুধবার এই মামলায় ফের নতুন কী তথ্য উঠে আসে এখন সেটাই দেখার।