Summer Vacation: ২২ এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

ব্যাপক তাপপ্রবাহের সাক্ষী থাকছেন মানুষ। রাজধানী এক্সপ্রেসের মতো হু হু করে বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের পারদ। এহেন অবস্থায় স্কুল পড়ুয়াদের কথা ভেবে এপ্রিল মাস থেকে স্কুলে…

ব্যাপক তাপপ্রবাহের সাক্ষী থাকছেন মানুষ। রাজধানী এক্সপ্রেসের মতো হু হু করে বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের পারদ। এহেন অবস্থায় স্কুল পড়ুয়াদের কথা ভেবে এপ্রিল মাস থেকে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর।

আগামী ২২ এপ্রিল থেকে বাংলায় সরকারি স্কুলগুলিতে ছুটির ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। এর আগে ৬ মে ছুটি পরার কথা ছিল, তবে উর্ধ্বমুখী তাপমাত্রা এবং জায়গায় জায়গায় তীব্র তাপপ্রবাহের জেরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এরাতে স্কুলগুলিতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার ঘোষণা করেন যে, প্রচণ্ড তাপদাহের কারণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

   

এই কথার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। বলা হয়েছে, ২২ এপ্রিল সোমবার থেকে শুরু হবে। বেশ কয়েকটি বেসরকারি স্কুলও তাদের গ্রীষ্মের ছুটি প্রায় এক সপ্তাহ এগিয়ে এনেছে। কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে এবং উচ্চ আর্দ্রতা ৮৭ শতাংশ পর্যন্ত পৌঁছে গেছে। যদিও কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলো খোলা থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

এদিকে আজ বৃহস্পতিবার থেলে সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের কারণে মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিনে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।