Sumitra sen: ইন্দ্রপতন সঙ্গীতে, চলে গেলেন সুমিত্রা সেন

প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন (Sumitra sen)। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকালই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। আজ ভোর ৪টে নাগাদ হৃদরোগে…

Sumitra sen dies at the age of 89

প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন (Sumitra sen)। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকালই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। আজ ভোর ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতেই মৃত্যু হয় প্রবীণ শিল্পীর।

চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গায়িকা। তারই মধ্যে ডিসেম্বরে ভীষণ ঠান্ডা লাগিয়ে ফেলেন তিনি। এর ফলে জ্বরের সঙ্গে বুকে সর্দি বসে অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ। এরপর তাঁকে গতমাসের ২১ তারিখ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ব্রঙ্কো-নিউমোনিয়া ধরা পড়ে। যদিও গতকাল, ২ জানুয়ারি তাঁকে ছুটি করিয়ে বাড়ি আনা হয়। কিন্তু ভোর রাতেই প্রয়াত হন গায়িকা।

   

Sumitra sen dies at the age of 89

মার্চ মাসেই তিনি ৯০ বছর পূর্ণ করতেন। তাঁর আগেই চলে গেলেন গায়িকা। গতকালই শ্রাবণী সেন সংবাদমাধ্যমকে তাঁর মায়ের স্বাস্থ্যের বিষয়ে বলেন, ‘বয়সটা তো একটা কারণ। ভালো নেই মা। মোটামুটি আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।’ সুমিত্রা কন্য়া ইন্দ্রাণীও একই কথা জানিয়ে ছিলেন সংবাদমাধ্যমকে। পরিবারের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়ে তাঁকে বাড়ি আনা হয় সোমবার। এদিকে রাত কাটতে না কাটতেই সুরলোকে চলে গেলেন গায়িকা।

রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তাঁর দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্রসঙ্গীত চর্চাই করে গিয়েছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিয়েই ছাপ রেখেছেন।