নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত একজনও দোষী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে বুধবার উত্তরবঙ্গে পৌঁছে কড়া বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে পাল্টা মার হবেই। এখনও সময় আছে—দোষীদের গ্রেফতার করুন। উত্তরবঙ্গে বিজেপি সেই ক্ষমতা রাখে। মানুষ আর চুপ করে থাকবে না।”
ঘটনার সূত্রপাত নাগরাকাটায়, যেখানে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর পরিকল্পিত হামলা চালানো হয়। ঘটনার সময় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। হামলার পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তবে তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এটি “বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল”।
হামলার পর থেকেই রাজ্য বিজেপির তরফে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়। কিন্তু সময় যত এগিয়েছে, পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় বিজেপির ক্ষোভ চরমে।
বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সুকান্ত সরাসরি বলেন,“আমরা কিন্তু পাল্টা মার দিতেও জানি। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের কর্মীদের মারধর করে, তাহলে আমরা আর চুপ থাকব না। এটা মাথায় রাখা দরকার।” তিনি আরও বলেন,“যাঁরা এই হামলা চালিয়েছেন, তাঁরা রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। পুলিশ ইচ্ছা করেই গ্রেফতার করছে না। কিন্তু জনগণের ধৈর্য আর বেশি দিন থাকবে না।”