১০ আগস্ট কার নির্দেশে ভাঙা হয়েছিল সেমিনার রুম? নাম ফাঁস করলেন সুকান্ত

আরজি কর এবং সন্দীপ ঘোষকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ…

আরজি কর এবং সন্দীপ ঘোষকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এহেন ঘটনা এখন গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে। এদিকে ঘটনার একদিন পরেই যে সেমিনার হল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল তা এবার হাতেনাতে প্রমাণ দিলেন সুকান্ত।

আরজি কর-কাণ্ডে এমনিতেই যত সময় এগোচ্ছে ততই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে সর্বত্র। এদিকে এই ঘটনায় যথেষ্ট চাপের সম্মুখীন হচ্ছে সরকার তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আজ বৃহস্পতিবার দুপুরে সুকান্ত মজুমদাঁড় একটি এমন নোটিশের ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তা দেখে যে কেউ চমকে যেতে পারেন। সুকান্ত মজুমদারের দাবি, সিবিআইয়ের হাতে এই ঘটনা যাওয়ার আগেই সেমিনার রুম সংলগ্ন শৌচালয় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হ্যাঁ ঠিক শুনেছেন।

   

ক্রাইম স্পট বা তার আশেপাশের জায়গা কীভাবে ভাঙার নির্দেশ তিনি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত। পারমিশন লেটারে সই করেছিলেন সন্দীপ ঘোষই তা স্পষ্ট দেখা যাচ্ছে। গত ১০ আগস্ট প্রকাশিত হয় সেই নির্দেশনামা যেখানে সন্দীপ ঘোষ সই করেছিলেন। সুকান্ত বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধিকর্তা সন্দীপ ঘোষের সই করা নির্দেশিকায় বলা হয়েছে, নির্যাতিতার মৃত্যুর ঠিক একদিন পরে সেমিনার হল সংলগ্ন শৌচালয় ভেঙে ফেলার। সহকর্মী এবং বিক্ষোভকারীদের কাছ থেকে ক্রাইম স্পটে বহিরাগতদের অনুপ্রবেশের বিষয়টিও পুলিশ কমিশনার অস্বীকার করেছেন।’

সুকান্ত লেখেন, ‘এই চিঠি থেকে মনে হচ্ছে প্রমাণ লোপাটের জন্য মৃত্যুর পরদিনই সেমিনার হলটি ভেঙে ফেলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এমন কাজ সম্ভব ছিল না। লজ্জাজনক!’