রবি প্রয়াণ দিবসে বাঙালিদের ‘কাঁকর’ এর সঙ্গে তুলনা মোদীর মন্ত্রী সুকান্ত মজুমদারের

রবি প্রয়াণের দিনেই মোদীর মন্ত্রী বাঙালিদের ‘কাঁকর’-এর সঙ্গে তুলনা করে দলকেই ফের বিড়ম্বনায় ফেলে দিলেন। বিজেপি বরাবর বাঙালি বিরোধী বলে আসছে শাসকদল তৃণমূল ও রাজ্যের…

BJP State President Sukanta Majumdar Files Case in Calcutta High Court Against Police Misconduct"

রবি প্রয়াণের দিনেই মোদীর মন্ত্রী বাঙালিদের ‘কাঁকর’-এর সঙ্গে তুলনা করে দলকেই ফের বিড়ম্বনায় ফেলে দিলেন। বিজেপি বরাবর বাঙালি বিরোধী বলে আসছে শাসকদল তৃণমূল ও রাজ্যের পূর্বতন শাসকদল সিপিআইএম। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন প্রসঙ্গে বলেছেন ‘চালে দুই একটি কাঁকর চলে আসতে পারে’।

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অংশ নেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। তাকে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা ও নির্যাতন ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি বলেছেন, “যেমন ধরুন ভাত রান্নার সময় চালে দু-একটা কাঁকর চলে আসে, তেমনি বাংলাদেশী বাঙালিদের আলাদা করতে গিয়ে দু-একজন ভারতীয় বাঙালির নাম চলে আসতে পারে। তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের।”

   

রাজ্যে এসআইআর হবেই বলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন সুকান্ত মজুমদার বলেন, “এসআইআর একটা রেগুলার প্রসেস। এর আগেও হয়েছে। তখন তো বিজেপি সরকার ছিল না । আবারও পুরো দেশে এসআইআর হবে। রাহুল গান্ধীসহ অন্যান্য যেসব বিরোধী শক্তিগুলি আছে তারা চায় ভোটার লিস্টে যেসব বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গিয়েছে সেগুলো যেন বাদ না যায়। ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়।”

Advertisements

উল্লেখ্য, বিজেপি আ়ইটি সেল প্রধান অমিত মালব্য বাংলা কোনো ভাষা নয় দাবি করে পশ্চিমবঙ্গে নিজ দলকে প্রবল বিতর্কে ফেলেছেন। আর পরিযায়ী বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি চিহ্নিত করে নির্যাতনে অভিযুক্ত বিজেপি পরিচালিত একাধিক রাজ্য সরকার। দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করেছে। সেই দাবি সমর্থন করেছেন অমিত মালব্য।

অমিত মালব্যকে ক্লিনচিট দিয়েছেন সুকান্ত মজুমদার। বোলপুরে তিনি বলেন, , “তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এমনিতেই বাংলাকে ইংরেজিতে লেখার সময় আমরা বেঙ্গলি লিখি। যদিও বাংলা নিয়ে কোনও বিতর্ক না হওয়াই ভালো। বাংলা ভারতবর্ষের ও পৃথিবীর বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা কথিত ভাষা। বাংলা রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। এই ভাষার শুদ্ধতা যাতে থাকে তার জন্য বাঙালি ও বিজেপি লড়ছে৷”