পেসমেকারের ব্যাটারি খারাপ! ‘কাকু’র দাবি খারিজ মেডিক্যাল রিপোর্টে

কলকাতা: গুরুতর অসুস্থ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছে তাঁর৷ অসুস্থতার জেরেই পিছিয়ে গিয়েছে চার্জ গঠন প্রক্রিয়া৷ (Sujay…

Sujay Krishna Bhadra Illness

কলকাতা: গুরুতর অসুস্থ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছে তাঁর৷ অসুস্থতার জেরেই পিছিয়ে গিয়েছে চার্জ গঠন প্রক্রিয়া৷ (Sujay Krishna Bhadra Illness)

হঠাৎ সংজ্ঞা হারান ‘কাকু’ Sujay Krishna Bhadra Illness

গত ৩০ ডিসেম্বর জেলের মধ্যেই হঠাৎ সংজ্ঞা হারান ‘কাকু’৷ তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে৷ জ্ঞান ফিরেছে তাঁর। এখন কেমন আছেন ‘কাকু’? বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হল আদালতে। অসুস্থতার কারণে এদিনও আদালতে তাঁকে পেশ করা যায়নি৷ আগামী ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত৷ 

   

পেসমেকারের ব্যাটারি খারাপ Sujay Krishna Bhadra Illness

‘কাকু’ যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে, সেই হাসপাতাল মেডিক্যাল রিপোর্ট তলব করেছে আদালত। এদিন বিচারক শুভেন্দু সাহাকে ‘কাকু’র আইনজীবী জানান, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা ভালো নয়৷ আইসিসিসইউ-তে চিকিৎসা চলছে। আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভেন্টিলেশনে থাকার পর আপাতত উনি আইসিসিসইউ-তে আছেন।”

কী হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের? তাঁর আইনজীবীর কাছে জানতে চান বিচারক৷ তিনি জানান, তাঁর মক্কেলের পেসমেকারে সমস্যা আছে। ১০ বছর আগে পেসমেকার বসিয়েছিলেন তিনি। ব্যাটারি ঠিকভাবে কাজ করছে না। এছাড়া আরও কিছু সমস্যা রয়েছে। 

বেসরকারি হাসপাতালের তরফেও মেডিক্যাল রিপোর্টে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে কার্ডিও (হার্টের) সমস্যা নেই। অন্য কোনও সমস্যা রয়েছে কিনা, জানর জন্য একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।

West Bengal: Sujay Krishna Bhadra, also known as Kalighat’s Kaku, accused in the recruitment scam, is critically ill and undergoing treatment in a private hospital’s ICU. His charge formation process has been delayed due to his illness.