TMC: ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করলেন সুজাতা মণ্ডল

বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেন। তিনি বলেন যে বিগত…

sujata Mandal

বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেন।

তিনি বলেন যে বিগত ৩৪ বছরে বাম শাসনে মানুষ কিছুই পাইনি আবার বিজেপির ১০ বছরেও মানুষের খুব একটা উপকার হয়নি। কিন্তু দিদি মানুষকে দুহাত তুলে দিয়েছেন। এখানেই শেষ নয় তিনি আরও জানান যে, ” মা সারদা যেমন বলতেন, আমি শরতের মা, আমজাদেরও মা। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হিন্দু, মুসলিম, শিখ, ইশাই কোনও ধর্মের প্রতি তাঁর ভেদাভেদ নেই।”

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও মা সারদার সঙ্গে তুলনা করে অনেক তৃণমূল নেতা বিতর্কের মুখে পড়েছেন। সেই বিতর্ক আবারও কিছুটা উস্কে দিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ-র জানিয়েছেন, ” মা সারদা জগতের মা। সন্দেশখালি সহ সারা রাজ্যের মা বোনেরা এই প্রলাপের জবাব দেবেন। পাগলের মতো বক্তব্য রাখছে।”

Advertisements

উল্লেখ্য বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন প্রাক্তন এই স্বামী-স্ত্রী। অনেকেই এই লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন।