হঠাৎ করেই কলকাতার এক বেসরকারি স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ে চার বছরের একটি শিশু। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন শিশুটিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এরপরই তালতলা থানায় এফআইয়ার দায়ের করা হয়।
ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র ছিল শিশুটি৷ প্রতিদিনের মতো শুক্রবার সকালেও স্কুলে আসে৷ এরপরই ক্লাস চলাকালীন বমি করতে শুরু করে দেয় শিশুটি৷ তারপরেই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।
সেখান থেকে শিয়ালদহের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। কী কারণে এই মৃত্যু,কেন আচমকা অসুস্থতা,তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর তালতলা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।