রাত দখলের পর আজও বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা

আরজি কর কাণ্ডে (RG Kar Case) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রায় ২৩ দিন পার। এর মধ্যে ‘রাত দখল’ ও ‘নবান্ন অভিযান’ থেকে শুরু…

আরজি কর কাণ্ডে (RG Kar Case) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রায় ২৩ দিন পার। এর মধ্যে ‘রাত দখল’ ও ‘নবান্ন অভিযান’ থেকে শুরু করে অনেক মিছিলের সাক্ষী হয়ে উঠেছে কলকাতার রাজপথ। গতকাল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। চলছে লালবাজার অভিযান। কাল রাত পেরিয়ে আজ সকালেও সেখানে বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দুপুর ২টোয় এক বিশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশে রওনা দেয়।

কিন্তু লালবাজারের আগে সেন্ট্রাল অ্যাভিনিউ ও বি বি গাঙ্গুলি স্ট্রিটের মোড় থেকেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। লোহার উঁচু, চওড়া ব্যারিকেড করে ফিয়ার্স লেনে আটকানো হয় রাস্তা। জুনিয়র ডাক্তারদের মিছিল আটকানোর পরে পুলিশের তরফ থেকে জানানো হয়, মিছিলকারীদের প্রতিনিধিদের লালবাজারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু আন্দোলনকারীরা মিছিল এত দূরে রেখে যেতে নিরাপত্তা বোধ না করায় সেখানে বসেই অবস্থান বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সেখানে পুলিশের অতিরিক্ত কমিশনার অশেষ বিশ্বাস আন্দোলনকারীদের লালবাজারে এসে কথা বলতে বললেও তাঁরা পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতেই অনড়।

   

আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পুলিশ কমিশনার আসছেন, অবস্থান আন্দোলন চলবে। তাঁদের বক্তব্য তাঁরা টানা ৩৬ ঘণ্টা ডিউটি করতে অভ্যস্ত। রাত জাগতে তাঁদের কোনো সমস্যা নেই। যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ অবস্থান চলবে। অবস্থান বিক্ষোভে বসেই রাত ২টোর সময় আন্দোলনকারীদের স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর। রাতেই আন্দোলনকারীদের অবস্থানে যান অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী।

অন্যদিকে সেখানে ত্রিপল ও বড় প্লাস্টিক এনে রাস্তাতে বসেই খাওয়া-দাওয়া ও বিশ্রামের মাঝে তাঁরা আন্দোলন চালিয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবিতে অনড় থেকে ফিয়ার্স লেনে এখনও চালিয়ে যাচ্ছে অবস্থান বিক্ষোভ। ব্যারিকেডের অপর প্রান্তে বসে আন্দোলনরত চিকিৎসকদের গতিবিধির উপর নজর রাখছেন পুলিশকর্মীরা। বেলা বাড়ছে তাও বিবি গাঙ্গুলি স্ট্রিটে রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকেরা।

প্রসঙ্গত, কালকে সন্ধের দিকে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর গ্রেফতারিতে খুশি হয়ে সেটাকে ‘নৈতিক জয়’ হিসাবে ধরলেও কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকেরা।