গত বছরের ন্যায় এবছরও ডেঙ্গু (Dengue Outbreak) গোটা রাজ্য জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। একের পর এক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত মৃত্যু সংখ্যা ৭। ডেঙ্গু উদ্বেগ নিয়ে গতকাল ফিরহাদ হাকিম বৈঠক করেছিলেন। এবার আজ নবান্নে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি।
কী ভাবে, কোন উপায়ে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করা হবে। জেলাগুলির কী ভূমিকা থাকবে। হাসপাতালে কোন উপায় চিকিৎসা করা হবে। কোন কোন নিয়মবিধি মেনে চলতে হবে। এই সব কিছু নিয়েই আলোচনা হয় এই বৈঠকে৷
দিন দিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র এই সপ্তাহে আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৬৭৫ জন। যার মধ্যে নদীয়াতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজ্যের মৃত্যু হয়েছে ৭ জনের। প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। তাও যেন লাগাম ছাড়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
চলতি সপ্তাহে শুধুমাত্র নদীয়াতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। উত্তর ২৪ পরগণায় ১৪৩ জন আক্রান্ত। এবং হুগলিতে ৪৩ জন। নদিয়ার রানাঘাট মিউনিসিপ্যালিটি এলাকার একাধিক অঞ্চল এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত প্রশাসনের ঘুম কেড়েছে। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তাই আজ নদীয়া জেলায় বিশেষ সতর্কতা জারি করতে বলেছে মুখ্য সচিব।
পাশাপাশি, বসিরহাট স্বাস্থ্য জেলা, আলিপুরদুয়ার এবং দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি জায়গাতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই কয়েকটি জেলায় বিশেষভাবে ডেঙ্গু সচেতনতা ছড়ানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যে পুরসভা অঞ্চলগুলি থেকে পাঁচটি বা তার বেশি ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যাবে সেখানেই রেপিড রেসপন্স টিম কাজে লাগাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।