মেট্রোয় কর্মীর (Kolkata Metro) অভাব। নিজের কাজ ছেড়ে স্টেশন সুপারদের নাকি করতে হচ্ছে অন্যান্য কাজ। ফলে একজন সুপারকে সামলাতে হচ্ছে একাধিক স্টেশন। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রেল মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে মেট্রোর কর্মচারী সংগঠন।
কর্মী সংকটের জেরে স্টেশন পরিচালনার কাজ নয়। স্টেশন সুপারদের লাগানো হচ্ছে অন্যান্য কাজে। এর জেরেই নাকি একজন সুপারের ঘাড়ে পড়ছে একাধিক স্টেশন পরিচালনার ভার। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রেল মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে কর্মচারী ইউনিয়ন।
ক্রমে ডানা মেলছে কলকাতা মেট্রো। এখন মেট্রো চলে- দক্ষিণেশ্বর-কবি সুভাষ, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, শিয়ালদা-সেক্টর ফাইভ, রুবি-কবি সুভাষ এবং জোকা-মাঝেরহাট রুটে।
সপ্তাহের শেষ হল না, আবারও ট্রেন বাতিল শিয়ালদহে, মাথায় হাত যাত্রীদের!
সব মিলিয়ে ৪৬টি মেট্রো স্টেশন। এই ৪৬টি স্টেশনে ৪৬ জন স্টেশন-সুপার থাকার কথা। কিন্তু এখন ৪৬টি স্টেশন দেখভালের দায়িত্বে আছেন ২৭জন স্টেশন সুপার। ফলে একজন স্টেশন সুপারের দায়িত্বে পড়ছে একাধিক মেট্রো স্টেশন! বাকি স্টেশন সুপারদের অন্যান্য কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ।
নতুন এই ব্যবস্থার প্রতিবাদে রেলমন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে কর্মচারী ইউনিয়ন। তাঁদের দাবি, দূরের স্টেশনে কোনও গণ্ডগোল হলে একজন সুপারের পক্ষে সেখানে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামালানো কঠিন। এভাবে চলতে থাকলে প্রভাবিত হতে পারে দৈনন্দিন পরিষেবাও। কলকাতা মেট্রোর কর্মী সংগঠনের দাবি, কর্মী সংকট মোকাবিলায় বাড়তি চাপ পড়ছে কর্মীদের উপরে! একজনের কাঁধেই একাধিক স্টেশনের দায়িত্ব পড়ছে!
পুজোর মুখে বাড়বে শহরের রোশনাই! ‘উৎসবে’ এবার বিরাট চমক মমতার