Anubrata Mondal: ‘ক্রনিক অসুখ’, কেষ্টকে ভর্তি নিল না এসএসকেএম

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ভর্তি নিল না এসএসকেএম। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, এখনই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করানোর কোনো দরকার নেই। চিকিৎসকরা সাফ…

Anubrata Mondal: 'ক্রনিক অসুখ', কেষ্টকে ভর্তি নিল না এসএসকেএম

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ভর্তি নিল না এসএসকেএম। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, এখনই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করানোর কোনো দরকার নেই।

চিকিৎসকরা সাফ জানান যে, অনুব্রতর প্রায় সব সমস্যাই ক্রনিক অসুখ। তাই এই মুহূর্তে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই তাঁকে। বেলা সাড়ে ৩টে নাগাদ এসএসকেএম থেকে বেরিয়ে যান অনুব্রত।

উল্লেখ্য, সোমবার গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল সিবিআই। যদিও ফের একবার এই হাজিরা তিনি এড়িয়ে যান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে।

Advertisements

এদিকে সোমবার আসানসোল আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ৬০ দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। সায়গলের ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে সিবিআইয়ের কাছে। তার নাম এবার চার্জশিটে প্রথমেই আসতে চলেছে। এছাড়াও গরু পাচারকাণ্ডে জড়িত অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক জনের নাম উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।