শিক্ষক নিয়োগে সময়সীমা বাড়ছে, স্বস্তিতে চাকরিপ্রার্থীরা: সূত্রের খবর

কলকাতা: শিক্ষক হতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য স্বস্তির খবর। এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন করার সময়সীমা আরও সাতদিন বাড়ানো হচ্ছে।…

SSC Teacher Recruitment

কলকাতা: শিক্ষক হতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য স্বস্তির খবর। এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন করার সময়সীমা আরও সাতদিন বাড়ানো হচ্ছে। আগে নির্ধারিত ছিল ১৪ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্রের দাবি, চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। আদালতের রায়ে বলা হয়েছিল, চাকরিচ্যুত সবাইকে নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে, সেই পরীক্ষা (SSC) আয়োজনের দায়িত্ব দেওয়া হয় এসএসসি-কে।

   

আবেদনপত্র জমা ৪ লক্ষ ছাড়াল
গত ১৬ জুন থেকে শুরু হওয়া অনলাইনে আবেদনপর্বে শুক্রবার পর্যন্ত ৪ লক্ষ ১০৪টি আবেদন জমা পড়েছে। তবে আবেদন প্রক্রিয়ার মধ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে চারদিন পোর্টাল বন্ধ ছিল, ফলে বহু চাকরিপ্রার্থী আবেদন করতে পারেননি। সেই বিষয়টি মাথায় রেখেই বাড়ানো হচ্ছে সময়সীমা।

রাজ্য সরকারের রিভিউ পিটিশন
একই সঙ্গে জানা গিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্যানেল বাতিলের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। সেই পিটিশনের শুনানি হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। এই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনেকেই সিদ্ধান্তহীনতায় ছিলেন, তাই সময়সীমা বাড়ানোর ফলে আবেদনকারীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে কমিশন।

সেপ্টেম্বরেই নিয়োগ পরীক্ষা!
কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকতার লক্ষ্যে নতুন করে নিয়োগ হবে।

SSC-এর পক্ষ থেকে আবেদনকারীদের জন্য নির্দেশিকা:
আবেদনকারীরা ssc.wb.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

Advertisements

শুধুমাত্র অনলাইনেই আবেদন গ্রহণযোগ্য।

আবেদন করার আগে প্রার্থীদের প্রাসঙ্গিক নথিপত্র স্ক্যান করে প্রস্তুত রাখতে হবে।

প্রার্থীরা যে বিষয়ের জন্য আবেদন করছেন, সেই বিষয়ে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

এটা বলার অপেক্ষা রাখে না, এই নিয়োগ প্রক্রিয়া অনেকের কাছে একটি দ্বিতীয় সুযোগ। যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা নতুন করে সুযোগ পেয়ে যাবেন শিক্ষা জগতে ফিরে আসার।

সবমিলিয়ে শিক্ষক হতে চাওয়া শিক্ষিত বেকারদের মধ্যে এই সিদ্ধান্তে স্বস্তি দেখা দিয়েছে। আবেদনের সময়সীমা বাড়ানোর সরকারি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।